রাজধানীর লালবাগ থানার নবাবগঞ্জ এলাকায় মায়ের বকুনির পর অভিমানে মো. তুষার (২৮) নামে এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে জানিয়েছেন স্বজনরা।
বুধবার (১ ফেব্রুয়ারি) সকালে নবাবগঞ্জের একটি বাসার নিজরুম থেকে ঝুলন্ত অবস্থায় তাকে উদ্ধার করা হয়। এরপর অচেতন অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুপুর পৌনে একটার দিকে মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন>> খিলগাঁওয়ে স্বামীর সঙ্গে ঝগড়ার জেরে গৃহবধূর গলায় ফাঁস
নিহতের বোনজামাই ফারুক জাগো নিউজকে জানান, তার শ্যালক চটপটির দোকান দিয়ে ব্যবসা করতেন। তিনি মাদকাসক্ত ছিলেন। মাদক সেবন করায় তার শাশুড়ি তুষারকে মারধর করেন। একপর্যায়ে মায়ের ওপর অভিমান করে নিজরুমে গলায় ফাঁস দেন। তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন>> নিজের গলায় ছুরি চালিয়ে প্রাণ দিলেন প্রবাসী
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।
আরও পড়ুন>> স্বামীর ওপর অভিমানে গায়ে কেরোসিন দিয়ে আগুন, একদিন পরে মৃত্যু
কাজী আল-আমিন/এমএএইচ/জেআইএম