রাইসুল ইসলাম খোকন, সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধিঃ জামালপুরের সরিষাবাড়ীতে চাঁদা না দেওয়ায় বিএনপি নেতার বাড়ীতে হামলা ভাংচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। গত বৃহস্পতিবার রাতে সরিষাবাড়ী পৌর সভার শিমলা বাজার (ইস্পাহানী) মহল্লায় এ ঘটনা ঘটেছে।
ভুক্তভোগী সরিষাবাড়ী উপজেলার কামরাবাদ ইউনিয়ন বিএনপির সভাপতি ও ব্যবসায়ী সেলিম মিয়া জানান, আমি ব্যাবসায়িক কাজ শেষে গত বৃহস্পতিবার (২রা ফেব্রুয়ারি) রাতে বাসার গেটের ভিতর প্রবেশ করি। বাসার আশে পাশে উৎপেতে থাকা শিমলা বাজারের ইস্পাহানি এলাকার মৃত আব্দুল বাতেন এর ছেলে আনোয়ার হোসেন মন্টু মেম্বারের নেতৃত্বে জীবন, রাব্বী, রনি, আবুসামা সহ ২০/২৫ সন্ত্রাসী বাহিনী সংঘবদ্ধ হয়ে অর্তকিত ভাবে আমার বাসার গেটের ভিতর প্রবেশ করে ঘিরে ফেলে আমার নিকট ২০ লক্ষ টাকা চাঁদা দাবী করে। আমি তাদের দাবীকৃত টাকা দিতে অস্বীকৃতি জানাই। এর পরই তারা বাসার সামনে রাখা মোটর সাইকেলটি ভাংচুর করে এবং আমাকে মারতে উদ্যত হলে আমি জীবন বাঁচাতে দৌড়ে বাসার ভিতর একটি কক্ষে পলায়ন করি। আমার পিছনে পিছনে তারা বাসায় ডুকে ড্রয়ার ভেঙ্গে ৬/৭ ভরি স্বর্ণের গহনা ও তোষকের নিচে থাকা ৫ লক্ষ টাকা লুট করে নেয়। লুট করে নিয়ে যাওয়ার সময় বাসার জানালায় লাগানো রঙ্গীন কাচ ভাংচুর করে চলে যায়। এ সময় বাসার লোক জনের মধ্যে আতংক বিরাজ করে। এ ঘটনায় আইনগত ব্যাবস্থা গ্রহন করা হবে। আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি। প্রশাসনের আশু দুষ্টি কামনা করছি।
জানতে চাইলে সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ মহব্বত কবীর জানান, এ ঘটনায় শুনিনি এবং এর কোন অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যাবস্থা নেওয়া হবে।
The post সরিষাবাড়ীতে বসত-বাড়ীতে হামলা ভাংচুর ও লুটপাটের অভিযোগ appeared first on গোবি খবর.