বিজনেস সামিট থেকে সৌদির সঙ্গে তিনটি সমঝোতা স্মারক সই হবে বলে জানিয়েছেন সৌদি আরবের বাণিজ্যমন্ত্রী ড. মাজেদ বিন আব্দুল্লাহ আলকাসাবি। তিনি জানান, তিনটি বিষয়ে চুক্তি হচ্ছে। বিদ্যুৎ ও জ্বালানি বিষয়ে, রংপুর চিনি কলের জায়গাটিতে বিশেষ অর্থনৈতিক জোনে রুপান্তর করে সেখানে গ্যাস লাইন সংযোগে বিনিয়োগ করবে সৌদি এবং আরবি ভাষা শিখিয়ে দক্ষ জনশক্তি তৈরিতে শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে একটি সমঝোতা স্মারক সই হবে।
শনিবার (১১ মার্চ) দুপুরে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এফবিসিসিআই আয়োজিত বিজনেস সামিটে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশির সঙ্গে সাক্ষাত শেষে তিনি এ কথা জানান।
এসময় বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেন, তাদের সঙ্গে আলোচনা হয়েছে কোথায় কোথায় বিনিয়োগ করা যায়। আমাদের যে মার্কেট আছে সেটি এট্রাক্ট করতে পারলে তারা বিনিয়োগ করবে। বিদ্যুৎ সেক্টরে একটি ভালো খবর সৌদি সেখানে বিনিয়োগ করবে। আমরা আশা করি আমরা একসঙ্গে আমাদের দুই দেশের বাণিজ্য এগিয়ে নিতে পারবো। আমরা খুব আশাবাদি আমরা এবং সৌদি আরব একসঙ্গে অনেক দূর যেতে পারবো। এছাড়াও তারা কৃষি খাত ও জনশক্তির বিষয়ে আগ্রহ দেখিয়েছে।
আইএইচআর/এমআইএইচএস/এমএস