বৃহস্পতিবার, ২ মার্চ, ২০২৩

জাতীয় গ্রিডে আগুন, অন্ধকারে অর্ধেক আর্জেন্টিনা

জাতীয় গ্রিডে আগুন লেগে আর্জেন্টিনার অর্ধেকেরও বেশি অঞ্চল বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়েছে। এ দুর্ঘটনায় রাজধানী বুয়েন্স আয়ার্স, অন্যান্য বড় শহর ও অধিকাংশ গ্রামাঞ্চল পুরোপুরি বা আংশিক বিদ্যুৎবিচ্ছিন্ন রয়েছে।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়, একটি খোলা মাঠ থেকে আগুনের সূত্রপাত হয়। পরে তা বিদ্যুতের গ্রিডে ছড়িয়ে পড়ে। একপর্যায়ে উপকূলীয় অঞ্চলের গুরুত্বপূর্ণ বিদ্যুৎ লাইনগুলোতে আগুন ধরে যায়। এতে পুরো জাতীয় গ্রিড খুব বাজেভাবে ক্ষতিগ্রস্ত হয়।

আরও পড়ুন>> রুশ অন্তঃসত্ত্বা নারীদের আর্জেন্টিনায় পাড়ি দেওয়ার হিড়িক

জানা যায়, এমন এক সময়ে এ ঘটনা ঘটেছে, যখন লাতিন আমেরিকার এ দেশটিতে দাবদাহ ও খরা চলছে। আর্জেন্টিনায় এখনো গ্রীষ্ম চলছে। ফলে দেশটির কিছু অংশের তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেলসিয়াসের ওপরে রয়েছে।

বিবিসি বলছে, ব্লাকআউটের ফলে স্থবির হয়ে পড়েছে সাধারণ জনজীবন। বিভিন্ন অঞ্চলের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখা হয়েছে। বন্ধ রয়েছে ব্যবসা-বাণিজ্যও। বেশি ক্ষতির মুখে পড়েছে রাজধানী বুয়েন্স আয়ার্স।

আরও পড়ুন>> ভুট্টাক্ষেতে মেসির প্রতিকৃতি

আর্জেন্টিনার জ্বালানি মন্ত্রণালয় বলে, শিগগিরই বিদ্যুৎ সঞ্চালন লাইনগুলো পুনরুদ্ধার করা সম্ভব হবে। মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট দপ্তরগুলো খুব কম সময়ের মধ্যে পরিস্থিতি নিয়ন্ত্রণের সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে।

আর্জেন্টিনায় বিদ্যুৎ বিচ্ছিন্নতার ঘটনা এটিই প্রথম নয়। এর আগে ২০১৯ সালেও দেশটিতে ভয়াবহ ব্ল্যাকআউট দেখা দেয়। সেবার শুধু আর্জেন্টিনার নয়, প্রতিবেশী দেশ উরুগুয়ের কয়েক লাখ মানুষ বিদ্যুৎবিভ্রাটের শিকার হয়েছিলেন। তার পরের বছর আরেকটি ঘটনায় অন্ধকারে ডুবে যায় বুয়েন্স আয়ার্স।

আরও পড়ুন>> মেসি-রোকুজ্জোর প্রেমের রসায়ন

আরও পড়ুন>> পণ্যের দাম দ্বিগুণ হয়েছে আর্জেন্টিনায়

সূত্র: বিবিসি

এসএএইচ



Advertiser