আমিনুল হক, ফুলছড়ি (গাইবান্ধা) প্রতিনিধি: গাইবান্ধার ফুলছড়িতে জেন্ডার ভিত্তিক সহিংসতা নির্মূলে সচেতনতামূলক কর্মশালা দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বেসরকারি উন্নয়ন সংস্থা গণ উন্নয়ন কেন্দ্রের আয়োজনে ইউএনএফপিএ’র অর্থায়নে পজেটিভ চেঞ্জ ইন জেন্ডার নর্মস এন্ড হার্মফুল বিহ্যাবিয়ার ফর ইনক্লুসিভ এন্ড রেজিলিয়ান্ট কমিউনিটিজ প্রজেক্টের আওতায় বুধবার (২৯ মার্চ) উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
ফুলছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আনিসুর রহমান এর সভাপতিত্বে কর্মশালায় বক্তব্য দেন, ফুলছড়ি উপজেলা পরিষদ চেয়ারম্যান জি. এম সেলিম পারভেজ, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আঞ্জুমনোয়ারা বেগম মেরী, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা জহিরুল ইসলাম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা পাপিয়া সুলতানা, উড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম মোস্তফা কামাল পাশা, ফুলছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজহারুল হান্নান, গণ উন্নয়ন কেন্দ্রের সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার জয়া প্রসাদ, প্রজেক্ট ম্যানেজার তানিয়া তাসমিন, সাংবাদিক আমিনুল হক, শাহ আলম যাদু প্রমুখ। সভায় উপজেলা ভিত্তিক সহিংসতার ধরন চিহ্নিত করা হয় এবং জেন্ডার ভিত্তিক সহিংসতা নির্মূলে এসবিসিসি কিভাবে কাজ করে তার সম্যক ধারনা দেয়া হয়।
The post ফুলছড়িতে জেন্ডার ভিত্তিক সহিংসতা নির্মূলে কর্মশালা appeared first on গোবি খবর.