আরিফ উদ্দিন, স্টাফ রিপোর্টার, গাইবান্ধা থেকে: গাইবান্ধা সদর উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নের নাকাইহাট সড়কের জুগিপাড়া এলাকায় গত রোববার রাতে চিনি বোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে ট্রাক চালক আল আমিন (৩৫) নিহত হয়েছেন। নিহত চালক আল আমিনের বাড়ি গাজীপুরের কাপাশিয়া উপজেলার দর্সু নারায়নপুর গ্রামে।
স্থানীয়রা জানান, ঢাকা থেকে আসা চিনি বোঝাই ট্রাকটি গাইবান্ধার পার্ক রোডের ব্যবসায়ি নিতাই চন্দ্রের উদ্দেশ্যে যাওয়ার পথে রামচন্দ্রপুরের জুগিপাড়ায় পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে পুকুরে পড়ে ঘটনাস্থলেই চালক আল আমিন নিহত হন। এব্যাপারে গাইবান্ধা সদর থানার অফিসার ইনচার্জ মাসুদুর রহমান জানান, রোববার রাতেই ঘটনাস্থল থেকে ট্রাক চালকের লাশ উদ্ধার করে জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তিনি আরও জানান, ট্রাকে চিনির বস্তা থাকার কারণে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।
The post গাইবান্ধায় চিনি বোঝাই ট্রাক পুকুরে, চালক নিহত appeared first on গোবি খবর.