বলিউডে ফটোশিকারিদের দৌরাত্ম্য ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে। তাদের উপদ্রবে তারকারা প্রায়ই বিড়ম্বনার মধ্যে পড়ছেন। তারকারা যেখানেই যান না কেন, সেখানে গিয়েই ক্যামেরা নিয়ে তারা উপস্থিত।
এখন পরিস্থিতি এমন দাঁড়িয়েছে যে, বাড়ির ভেতরে ঢুকে যাচ্ছে ফটোশিকারির দল। ঠিক যেমনটা হলো সাইফ আলি খান ও কারিনা কাপুররে সঙ্গে।
আরও পড়ুন: সাইফ-কারিনার ছেলের নাম নিয়ে বিতর্কে মেতেছে ভারত
জানা গেছে, মালাইকা অরোরার মা জয়েস অরোরার জন্মদিনের পার্টি ছিল। সেখানে নিমন্ত্রিত ছিলেন সাইফ আলি খান এবং কারিনা কাপুর খান। অনুষ্ঠানে গভীর রাত পর্যন্ত আনন্দ করে বাড়ি ফিরছিলেন এই তারকা দম্পতি।
সাইফ-কারিনা গেট পেরিয়ে বাড়ির অন্দরে ঢুকতেই দেখেন ২০ জন আলোকচিত্রী পোজ দিতে বলেছেন তাদের। স্বাভাবিকভাবেই ধৈর্যচ্যুতি ঘটে অভিনেতার। চিত্রসাংবাদিকদের উদ্দেশে বললেন, ‘একটা কাজ করুন। আপনারা আমাদের বেডরুমে চলুন!’
তারপরই শোনা যাচ্ছে, কমপ্লেক্সের ভিতরের নিরাপত্তাকর্মীদের নাকি চাকরি থেকে বরখাস্ত করেছেন সাইফ। তবে সত্যিই কি ফটোশিকারীদের কারণে চাকরি থেকে ছাঁটাই হলেন সাইফ-কারিনার আবাসনের নিরাপত্তারক্ষীরা! বিবৃতি দিয়ে নিজের অবস্থান স্পষ্ট করলেন সাইফ আলি।
আরও পড়ুন: বলিউডে মেয়ের ভবিষ্যত নিয়ে চিন্তায় সাইফ
তিনি জানান, আবাসনের কোনো নিরাপত্তাকর্মীকে চাকরি থেকে ছাঁটাই করা হয়নি। কারণ পুরো ঘটনায় তাদের কোনো দোষই ছিল না। আবার ফোটোশিকারিদের বিরুদ্ধেও কোনো আইনি অভিযোগ তিনি করছেন না।
এ প্রসঙ্গে সাইফ আলী খান কিছু রেগে গিয়ে বলেন, ‘আবাসনের নিরাপত্তাকর্মীদের তোয়াক্কা না করেই প্রায় ২০ জন চিত্রসাংবাদিক ঢুকে পড়েন। যা মোটেই শোভনীয় আচরণ নয়। কারও ব্যক্তিগত জায়গায় এভাবে ঢুকে পড়াটা অন্যায়, প্রত্যেকেরই নিজের সীমার ভিতরে থেকে কাজ করা উচিত।’
আরও পড়ুন: ৫০০ কোটির সিনেমায় ভিলেন সাইফ আলী খান
শুধু সাইফ-কারিনা নন, তাদের দুই ছেলে তৈমুর আলি খান ও ছোট্ট জেহ আলিরও নিস্তার নেই। ফটোশিকারীরা সারাক্ষণ ব্যস্ত তাদের লেন্সবন্দি করতে। যদিও অন্য দম্পতিদের মতো সংবাদমাধ্যমের আড়ালে নয়, বরং দুই সন্তানকে তারা বড় করে তুলছেন লোকচক্ষুর সামনেই। তবে মাঝেমধ্যে তৈমুরের স্কুলের বাইরে আলোকচিত্রীদের দেখে বিরক্তি প্রকাশ করেছেন সাইফ।
সাইফ আরও বলেন, ‘আমরা সব সময় আলোকচিত্রীদের সহযোগিতা করি। আমরা ওদের কাজটা বুঝি, সব সময় হাসিমুখে পোজ দিয়ে থাকি। কিন্তু সেটা বাইরে, বাড়ির ভিতরে নয়। এ রকম চলতে থাকলে তো সীমা থাকে না? সেই কারণেই আমি বেডরুমের প্রসঙ্গ টেনেছিলাম। কারণ ওরা সেই সীমা পার করে গিয়েছিল। গোটা বিষয়টা খুবই বিরক্তিকর।’
সাইফ ফটোশিকারিদের সঙ্গে চটে গেলেও এ প্রসঙ্গে কারিনার কোনো বক্তব্য এখনও জানা যায়নি।
এমএমএফ/জেআইএম