বৃহস্পতিবার, ১৬ মার্চ, ২০২৩

নতুন খাল খনন করে তিস্তার পানি প্রত্যাহারের প্রতিবাদে গাইবান্ধায় গোলটেবিল বৈঠক

আরিফ উদ্দিন, স্টাফ রিপোর্টার, গাইবান্ধা থেকে: নতুন খাল খনন করে তিস্তার পানি প্রত্যাহারের প্রতিবাদ এবং তিস্তাসহ অভিন্ন ৫৪টি নদীর পানির ন্যায্য হিস্যার দাবিতে বৃহস্পতিবার দুপুরে সমাজতান্ত্রিক ক্ষেতমজুর ও কৃষক ফ্রন্ট গাইবান্ধা জেলা শাখার উদ্যোগে স্থানীয় গানাসাস মিলনায়তনে এক গোল টেবিল বৈঠক অনুষ্ঠিত হয়। বাসদ জেলা আহবায়ক গোলাম রব্বানীর সভাপতিত্বে বৈঠকে বক্তব্য রাখেন গাইবান্ধা প্রেসক্লাবের সভাপতি রেজাউল হক, বিশিষ্ট শিক্ষাবিদ ও লেখক মাজহার-উল-মান্নান, বাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য অ্যাড. সাইফুল ইসলাম পল্টু, গণফোরাম জেলা সভাপতি বীরমুক্তিযোদ্ধা ময়নুল হোসেন রাজা, বিপ্লবী কমিউনিস্ট লীগের জেলা স¤পাদক রেবতী বর্মণ, বাংলাদেশের সাম্যবাদী আন্দোলনের জেলা সদস্য সচিব মঞ্জুর আলম মিঠু, বাসদ মার্কসবাদী জেলা নেতা কাজী আবু রাহেন শফিউল্যাহ, প্রভাষক আব্দুর রাজ্জাক রেজা, সমাজতান্ত্রিক মহিলা ফোরাম জেলা শাখার আহবায়ক ইসরাত জাহান প্রমুখ।

বক্তারা বলেন, অতীত ও বর্তমান ক্ষমতাসীন দলগুলোর নতজানু পররাষ্ট্র নীতির ফলে দেশের স্বার্থ জলাঞ্জলি দিয়ে ভারতকে সকল ধরণের ট্রানজিট সুবিধা দিয়েছে। সমস্ত আন্তর্জাতিক রীতিনীতি লংঘন করে ভারত কর্তৃক এক তরফা পানি প্রত্যাহারের কারণে নদী মাতৃক বাংলাদেশ আজ ভয়াবহ মরুকরণের পথে। তারা বলেন, তিস্তা নদী উত্তরবঙ্গের প্রাণপ্রবাহ। আলোচকগন তিস্তার পানির ন্যায্য হিস্যা প্রাণ প্রকৃতি পরিবেশ রক্ষার আন্দোলনে সকল দেশপ্রেমিক রাজনৈতিক দল ও নাগরিক সমাজের প্রতিনিধিদের শামিল হওয়ার আহবান জানান।

The post নতুন খাল খনন করে তিস্তার পানি প্রত্যাহারের প্রতিবাদে গাইবান্ধায় গোলটেবিল বৈঠক appeared first on গোবি খবর.



Advertiser