মো.হারুন আল রশীদ, ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর ধামইরহাটে একাধিক মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি মো. মোখলেছুর রহমান (৪৫) কে আটক করেছে থানা পুলিশ। গত সোমবার বিকালে ঢাকার উত্তরা এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক আসামি উপজেলার আগ্রাদ্বিগুণ ইউনিয়নের কাশিপুর এলাকার ঈছাম উদ্দিনের ছেলে।
থানা সুত্রে জানা যায়, আটক মেখলেছুর রহমান মোট ৬টি মামলার সাজাপ্রাপ্ত আসামি ছিল। পাশাপাশি সে দীর্ঘদিন গোপনে বিভিন্ন এলাকায় অবস্থান করে আসছিল। পরে গোপন সংবাদের মাধ্যমে র্যাব ও ধামইরহাট থানার উপ-পরিদর্শক হারুন অর রশিদ নেতৃত্বে তাকে ঢাকার উত্তরা এলাকা থেকে আটক করা হয়।
ধামইরহাট থানার অফিসার ইনচার্জ মো. মোজাম্মেল হক কাজী জানান, র্যাব ও ধামইরহাট থানা পুলিশের যৌথ অভিযানে আসামিকে আটক করে কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে।
The post ধামইরহাটে সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার appeared first on গোবি খবর.