শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২০

সেবা লিকুইট ব্লু

 

28 32(-12.5%)
  • Brand: seba company
  • Product Type: লিকুইট ব্লু



সেবা লিকুইট ব্লু এতে রয়েছে সুপার ফমূলা সাদা কাপড়ের লারচে ভাব দূর করে। সব ধরণের রঙিন। কাপড়কে করে আরাে উজ্জল। অ্যান্টি - ব্যাকটেরিয়া এজেন্ট কাপড়কে রাখে জীবাণুমুক্ত। ব্যবহার। ব্যবহারে পূবে বােতলটি ঝাঁকিয়ে নিন। প্রতি লিটারে ৩/৪ ফোটা সেবা লিকুইট ব্লু ঢালুন। ভালাে ভাবে মিশে কাপড় | চুবিয়ে ২-৩ নাড়ুন ,উঠিয়ে নিংড়ে শুকাতে দিন।


Advertiser