বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২০

সোডিয়াম লরাইল সালফেট

 সোডিয়াম লরাইল সালফেট 






সোডিয়াম লরাইল সালফেট সাধারনত এক ধরনের সার্ফেস একটিভ এজেন্ট।

সারফেক্ট্যান্ট ও বলা হয়।

এটিকে সাধারণত কোনো তরলের সারফেস টেনশন(সান্দ্রতা) কমানোর কাজে ব্যাবহার করা হয়।

তাই, বিভিন্ন পরিষ্কারকে সারফেক্ট্যান্ট হিসেবে সোডিয়াম লরাইল সালফেট ব্যাবহার করা হয়।

উদাহরনস্বরূপ , শ্যাম্পু, বডি ওয়াশ, কন্ডিশনার,মাউথ ওয়াশ,মেকাপ রিমুভাল ক্রীম,লিকুইড হ্যান্ড সোপ সহ আর অনেক প্রোডাক্ট এ সোডিয়াম লরাইল সালফেট ব্যাবহৃত হয়।

Advertiser