বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২০

বিসমিল্লাহির রহমানুর রহিম

   বিসমিল্লাহির রহমানুর রহিম


 আসসালামু আলাইকুম / আদাব


 সম্মানিত দেশবাসী আপনাদেরকে সেবা কোম্পানির পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন | 2020/08/20   তারিখে সেবা কোম্পানির ‘’’’’’’ “”


শুভ উদ্বোধন ‘“””” ঘোষণা করছি |  আমরা আশা করছি যে আমাদের প্রতিটি পণ্য  পণ্যদেশের স্বার্থে এবং জনগনের জন্য উৎপাদন করা হইয়াছে |  তাই আশা করা যায় যে আপনারা সবাই আমাদের কোম্পানীর পণ্য গ্রহণ করবেন  | আমাদের পণ্য আপনাদের জন্য  সম্পূর্ণ আন্তর্জাতিক ফর্মুলায় তৈরি করা হয়েছে |  বাংলাদেশের বাজারে আমাদের মত গুণসম্পন্ন পণ্য  খুবই অল্প বিদ্যমান |  আমাদের পণ্য গুণগত মান দিক বিবেচনা করেই পণ্য উৎপাদন এবং মূল্য নির্ধারণ করা হয়েছে |  আমাদের পণ্যের মূল্য আপনাদের ক্রয় ক্ষমতার মধ্যে কারণ আমাদের মূল্য নির্ধারণের ক্ষেত্রে বাংলাদেশের অবস্থান এর উপর ভিত্তি করেই মূল্য নির্ধারণ করা হয়েছে |  তাই আজকে এই শুভ উদ্বোধনী অনুষ্ঠানে আমি বলতে চাই যে আপনাদের সকলের প্রতি আহবান রইল যে আমাদের পণ্যটি আপনারাই গ্রহণ করুন এবং  অন্যরা যাতে গ্রহণ করে সেই জন্য উৎসাহিত করুন | আমাদের কোম্পানি থেকে একটি সংস্থা পরিচালিত হয় যে তার নাম সেবা সংস্থা গরীব মেহনতী মানুষের জন্য কাজ করে থাকে এই সংস্থাটি  |  আমরা অতি শীঘ্রই একটি মাত্রা গঠন করতে চাচ্ছি এটি আন্তর্জাতিক মান সম্মত ইসলামী মাদ্রাসা যেটা নামকরণ করেছে সেবা ইন্টারন্যাশনাল ক্যাডেট মাদরাসা |   সেইসঙ্গে আমরা সকল ধর্মের মানুষের জন্য সকল ধর্মীয় শিক্ষা ব্যবস্থার জন্য একটি একটি গঠন কেন্দ্র পাঠাগার নির্মাণ করবে করতে চাচ্ছি | সকলের কাছে আকুল আবেদন যে ধর্ম বর্ণ নির্বিশেষে আমাদের প্রতিষ্ঠান সার্বিক সহযোগিতা এবং পরামর্শ দিয়ে আমাদের প্রতিষ্ঠানকে সামনে এগিয়ে নিয়ে যাবেন বলে আমরা আশাবাদী|




 আমাদের মূলনীতি হলো




   “সেবা কোম্পানির পণ্য আপনার জন্য”



 

 মোঃ আব্দুল বারী রুবেল

 চেয়ারম্যান সেবা  কোম্পানি



যোগাযোগের ঠিকানা

সেবা কোম্পানি

 মহিমাগঞ্জ রোড, বটতলী, গোবিন্দগঞ্জ. গাইবান্ধা |



website : https://www.seba21.com          


https://www.facebook.com/sebabd.tv


https://www.instagram.com/sebabd.tv


https://www.youtube.com/sebabd.tv 


https://www.twitter.com/seba_company


https://www.linkedin.com/in/seba-comp...


E-mail sebagroup21@gmail.com



             call Me   


         0177450430

         01518453076

০১৯০৫৮০০২৫৯

Advertiser