রাইসুল ইসলাম খোকন, সরিষাবাড়ী (জামালপুর): জামালপুরের সরিষাবাড়ীতে উপজেলা প্রশাসনের আয়োজনে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় কর্তৃক প্রণীত “দুর্যোগ বিষয়ক স্থায়ী আদেশাবলী (এসওডি)-২০১৯” যথাযথ বাস্তবায়ন ও অবহিতকরন প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৮জুন) সকালে সরিষাবাড়ী উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনার বাস্তবায়নে উপজেলা পরিষদ হল রুমে এ অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়।উপজেলা নির্বাহী অফিসার শিহাব উদ্দিন আহমদের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সরিষাবাড়ী উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ গিয়াস উদ্দিন পাঠান।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সরিষাবাড়ী অনার্স কলেজের অধ্যক্ষ মোঃ ছরোয়ার জাহান, উপজেলা ভাইস চেয়ারম্যান আবুল কালাম আজাদ, মহিলা ভাইস চেয়ারম্যান জেলী আক্তার, পৌর মেয়র মোঃ মনির উদ্দিন প্রমূখ। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের অর্থ সম্পাদক মোঃ মোস্তাফিজুর রহমান, জেলা আওয়ামীলীগের উপ দপ্তর সম্পাদক জহুরুল ইসলাম মানিক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হুমায়ুন কবীর, কৃষি অফিসার আব্দুল্লাহ আল মামুন, যুব উন্নয়ন কর্মকর্তা মাহবুবুর রহমান, সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ উল্লাহ, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আব্দুল হালিম, উপজেলার অন্যান্য দপ্তরের উর্ধতন কর্মকর্তা, পোগলদিঘা ইউপি চেয়ারম্যান মোঃ সামস উদ্দিন সাম্স, আওনা ইউপি চেয়ারম্যান মোঃ বেলাল উদ্দিন, সাতপোয়া ইউপি চেয়ারম্যান আবু তাহের, মহাদান ইউপি চেয়ারম্যান মোঃ আনিছুর রহমান জুয়েল, অন্যান্য ইউপি চেয়ারম্যানগন ও গণ্যমান্যব্যক্তিবর্গসহ আরও অনেকে।
The post সরিষাবাড়ীতে দুর্যোগ বিষয়ক আদেশাবলী বাস্তবায়ন ও অবহিতকরণ প্রশিক্ষণ কর্মশালা appeared first on গোবি খবর.
