রাইসুল ইসলাম খোকন, সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি :
স্কুল ছাত্রীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় আনোয়ার হোসেন (৭০) নামে এক বৃদ্ধের দাঁত ভেঙ্গে দিয়েছে বখাটে। বৃদ্ধকে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে জামালপুরের সরিষাবাড়ী পৌরসভার শিমলাবাজার পাবনা পট্টি এলাকায়।
ভুক্তভোগি পরিবার সূত্রে জানা যায়, প্রয়াত পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি আংগুর আলীর বাসায় তাঁর ভাতিজিসহ কয়েকজন বান্ধবী মিলে প্রাইভেট পড়তে ছিল। এ সময় আব্দুর রহমান লেবুর ছেলে মোরসালিন আহমেদ শিহাব (২২) এসে জানালা দিয়ে ওই মেয়েটিকে ডাকাডাকি করে। বখাটে শিহাবের এমন অশ্লীল আচরণ দেখে আংগুর আলীর বড় ভাই পিয়ার আলী শিহাবকে চলে যেতে বলে এবং ইভটিজিং বন্ধ করতে বলে। কিন্তু বখাটে শিহাব পিয়ার আলীর কোন কথা না শুনে উল্টো তাঁর সাথে তর্কে জড়ায় এবং একপর্যায়ে পিয়ার আলীকে ঘুসি মেরে তাঁর সামনের ৩ টি দাঁত ফেলে দেয়। পরে আহত পিয়ার আলীকে চিকিৎসার জন্য স্থানীয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করেন। এ ঘটনায় আহতের ছোট ভাই বাদী হয়ে সরিষাবাড়ী থানায় একটি এজাহার দাখিল করে। যার ভিত্তিতে সরিষাবাড়ী থানা পুলিশ শিহাবকে গ্রেফতার করে থানায় নিয়ে যায়। উল্লেখ থাকে যে, মোরসালিন আহমেদ শিহাব জামালপুর জজকোর্টের চতুর্থ শ্রেণীর কর্মচারী এ-ই নাম ব্যবহার করে একের পর এক মেয়েলি বিষয়ে চাঞ্চল্যকর ঘটনা ঘটিয়েই যাচ্ছে। সে ইতিপূর্বেও নারী কেলেঙ্কারি বিষয়ে ফেসবুকে ছবিসহ ভাইরাল হয়েছিল বলে জানায় এলাকাবাসী। এ ঘটনায় অসভ্য যুবকের বর্বরতা বন্ধ করতে সুষ্ঠু বিচার হওয়া বাঞ্ছনীয় বলে মনে করছেন সমাজের সচেতন মহল ও ভুক্তভোগীরা।
The post ইভটিজিংয়ের প্রতিবাদ করায় বৃদ্ধের দাঁত ভেঙ্গে দিল বখাটে appeared first on গোবি খবর.
