রাইসুল ইসলাম খোকন, সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি :
জামালপুরের সরিষাবাড়ীতে যৌতুক ও নির্যাতনের শিকার হয়ে অবশেষে স্বামীর বিরুদ্ধে মামলা করলেন স্ত্রী আয়শা আক্তার।
পরিবার সূত্রে জানা যায়, ২০১৮ সালের ৩১ মার্চ পৌরসভার আরামনগর গ্রামের আশরাফ আলী হায়দারের কন্যা আখির সাথে চর সরিষাবাড়ী গ্রামের তোরাব আলীর ছেলে এনামুল হাসান তারেকের বিয়ে হয়। বিয়ের ৩/৪ মাসের মাথায় আখিকে যৌতুকের জন্য নানাভাবে নির্যাতন করতে থাকে স্বামীসহ শ্বশুড় বাড়ির লোকজন। দরিদ্র পিতা আশরাফ আলী মেয়ের সুখের কথা ভেবে একলক্ষ টাকার একটি বাইক ও নগদ এক লক্ষ টাকাসহ আরও টাকা দেন তারেকের পরিবারকে। যৌতুক লোভী জামাই (তারেক) কিছুদিন ভালভাবে চললেও পরে আবারও ৩ লক্ষ টাকার জন্য চাপ দেয় স্ত্রী আখিকে, না দিলেই শারীরিক নির্যাতন শুরু হয়। অতঃপর আঁখি আক্তারের অপারগ দরিদ্র পিতা আশরাফ আলী হায়দার টাকা দেওয়ার ব্যাপারে অস্বীকৃতি জানালে নেশাগ্রস্থ তারেক আঁখির উপর শারীরিক ও মানসিক রোষানল চালাতে থাকে। এ বিষয়ে গ্রামের মাতাব্বররা একাধিকবার শালিস বৈঠক করেন। কিন্তু নেশাগ্রস্থ ও যৌতুকলোভী তারেক মাতাব্বরদের সিদ্ধান্তকে বুড়ি আঙুল দেখিয়ে চলাফেরা করে। তাই গ্রামের মাতাব্বরদের প্রতি বিমুখ হয়ে আইনের আশ্রয় নিয়েছে আয়শা আক্তার আখি। তাই জামালপুর আদালতে সঠিক বিচারের আশাবাদে মুকাদ্দমা সি আর নং ১৮৬ (১) ২০২১ ও ২০১৮ সালের যৌতুক নিরোধক আইনের ৩ ধারায় একটি মামলা করেছেন বলে জানান তিনি।
The post সরিষাবাড়ীতে স্বামীর বিরুদ্ধে স্ত্রীর যৌতুক মামলা appeared first on গোবি খবর.
