হযরত বেল্লাল, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় ভূমি সেবা সপ্তাহ শুরু হয়েছে। আজ সোমবার সকালে উপজেলার ভূমি অফিস চত্ত¡রে সেবা সপ্তাহ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আল মারুফ। এসময় আরও বক্তব্য রাখেন, সহকারি কমিশনার (ভূমি) মাহামুদ আল হাসান, উপজেলা কৃষি অফিসার ও কৃষিবিদ সৈয়দ রেজা-ই মাহমুদ, প্রাণি সম্পদ অফিসার ফজলুল করিম, থানা অফিসার ইনচার্জ আব্দুল্লাহিল জামান, মৎস্য অফিসার তারিকুল ইসলাম সাবু, উপজেলা মাধ্যমিক অফিসার মাহমুদ হোসেন মন্ডল, যুব উন্নয়ন অফিসার খাদেমুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ওয়ালিফ মন্ডল, কৃষি সম্প্রারণ অফিসার মিজানুর রহমান, জন স্বাস্থ্য উপ-সহকারি প্রকৌশলী খোকন রানা, সহকারি প্রোগ্রামার কৃষ্ণ চন্দ্র সরকার প্রমূখ। এর আগে ফিতা কেটে এবং কবুতর উড়িয়ে সেবা সপ্তাহের উদ্বোধন করা হয়।
The post সুন্দরগঞ্জে ভূমি সেবা সপ্তাহ শুরু appeared first on গোবি খবর.
