হযরত বেল্লাল, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ জষ্ঠি মাসে নদী ভাঙে কোন দিন দেখম নাই। মোর বয়স এখন ৭০ বছর। মুই জীবন দশাই ১০ হতে ১২ বার নদী ভাঙনত বসতবাড়ি সরে নিছম। এ বছর যে হারে নদী ভাঙবার নেকছে, তাতে মোর বাপ দাদার বসতবাড়ির ভিটার ঠিকানা থাকবার নয়। হামাক নদী ভাঙন থাকি বাঁচান বাবা। তা না হলে হামারা কোনটে যাম। রোববার বিকালে গাইবান্ধা-১ সুন্দরগঞ্জ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী অসময়ে তিস্তার ভাঙনে ক্ষতিগ্রস্ত হরিপুর ইউনিয়নের বিভিন্ন এলাকা এবং পানি উন্নয়ন বোর্ডের কাজের ধারাবাহিকতা পরিদর্শন কালে কাশিমবাজার গ্রামের ৭০ বছরের বৃদ্ধ হাসান তেলী সাংসদ শামীমকে উদ্দেশ্য করে উপরোক্ত কথাগুলো বলেন। দুপুরে উপজেলার পাঁচপীর খেয়াঘাট হতে স্পিডবোর্ড যোগে সাংসদ শামীম হরিপুর ইউনিয়নের কারেন্ট বাজার, মাদারিপাড়া, কাশিম বাজার, নাজিমাবাদসহ ভাঙন কবলিত বিভিন্ন এলাকা পরিদর্শন করে জিও ব্যাগ ফেলা কার্যক্রম দেখভাল এবং কাশিমবাজারে নদী পড়ের লোকজনের সাথে মতবিনিময় করেন।
এ সময় উপস্থিত ছিলেন কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের নিবার্হী প্রকৌশলী আরিফুল ইসলাম, উপজেলা নিবার্হী অফিসার মোহাম্মদ আল মারুফ, হরিপুর ইউপি চেয়ারম্যান নাফিউল ইসলাম জিমি, চন্ডিপুর ইউপি চেয়ারম্যান ফুল মিয়া, উপজেলা জাতীয় পাটির সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান মিলন, হরিপুর ইউনিয়ন জাপার সভাপতি আমজাদ হোসেন, বেলকা সভাপতি রেজাউল ইসলাম রানা, উপজেলা জাতীয় স্বেচ্ছাসেক পাটির সভাপতি সরওয়ার হোসেন বাবু, যুবসংহতির সভাপতি সাইদুর রহমান, ছাত্র সমাজের সভাপতি শাহ সুলতান সরকার সুজন প্রমুখ। মতবিনিময় সভায় এমপি শামীম বলেন অব্যাহত ভাঙনে দিশেহারা চরবাসি। তিনি বলেন তিস্তা নদীর সাথে আমার নারীর টান রয়েছে।
তবে বর্তমানে নদীর গতিবিধি বোঝা যাচ্ছে না। জুন মাসে নদী ভাঙনের কথা নয়। সকলের প্রচেষ্টায় নদী ভাঙন রোধ করতে হবে। আপতত জিও ব্যাগ ফেলা হচ্ছে এরপর জিও টিউব ফেলা হবে। আমি নদী ভাঙন নিয়ে মন্ত্রী মহোদয়ের সাথে বহুবার কথা বলেছি। করোনার কারনে সকল প্রকল্প স্থবির হয়ে পড়েছে। তিনি সরকারের সংশ্লিষ্ট মন্ত্রনালয়ের সাথে যোগযোগ করে স্থায়ীভাবে নদী ভাঙন রোধকক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের প্রতিশ্রæতি ব্যক্ত করেন। অব্যাহত ভাঙনে হরিপুর ইউনিয়নের কাশিমবাজার, নাজিমাবাদ, মাদারিপাড়াসহ বিভিন্ন এলাকায় কমপক্ষে দেড় হাজার পরিবার, পাঁকা-কাচা সড়ক, প্রতিষ্ঠান ও হাজারও একর ফসলি জমি নদীগর্ভে বিলিন হয়ে গেছে।
The post ভাঙন থাকি হামাক বাঁচান বাবা appeared first on গোবি খবর.
