রাইসুল ইসলাম খোকন, সরিষাবাড়ী(জামালপুর): “চালুহলো ই-নামজারী,টাউট দালালদের মাথায় বাড়ী, রাখবনিস্কন্টক জমি-বাড়ীকরবো সবাই ই-নামজারী” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ৫ দিনব্যাপীভূমি সেবা সপ্তাহ-২০২১ ইং এর উদ্বোধন করা হয়েছে। রোববার সকাল ১১টায় সহকারী কমিশনার(ভূমি) অফিসের তথ্য কেন্দ্র কাম সেবা ডেস্ক থেকে ভুমিমালিকের নিকট থেকে ভুমি উন্নয়ন কর আদায়ের মধ্যে দিয়ে ভূমি সেবাসপ্তাহের উদ্বোধন করা হয়।
জানাযায়, ভূমিমন্ত্রানালয়েরনির্দেশনায়এবংপ্রধানমন্ত্রীরকার্যালয়েরএকসেসটুইনফরমেশন (এ-টু) প্রোগ্রাম ও ভূমিসংস্কার বোর্ডের উদ্যোগেভূমিসংক্রান্ত সেবাসমুহজনগনেরনিকট স্বল্প সময়েমধ্যে পৌছে দেয়ার লক্ষে সকলউপজেলাভূমিঅফিসে ই-নামজারী চালুকরা হয়েছে।এ সময়ভূমি সেবাসপ্তাহের উদ্বোধন করেন-উপজেলা নির্বাহী অফিসার শিহাব উদ্দিন আহমদ।উদ্বোধন অনুষ্ঠানে পোগলদিঘা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সামসউদ্দিন,সরিষাবাড়ী উপজেলা প্রেসক্লাবের সাধারন সম্পাদক মোঃআবুল হোসেন,সহকারী কমিশনার(ভূমি) অফিসের অফিস সহকারী সেজানমাহমুদ সোহাগ,সার্ভেয়ার সাইফুল ইসলাম,নাজির সাইদুর রহমান,কানুনগোফরিদ উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।
The post সরিষাবাড়ীতেভূমি সেবাসপ্তাহেরউদ্বোধন appeared first on গোবি খবর.
