বৃহস্পতিবার, ১০ জুন, ২০২১

ঝিনাইদহে মুক্তিযোদ্ধা ও তার সন্তানের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে গ্রামবাসির মানববন্ধন

জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহে মিথ্যা মামলা ও হয়রানীর প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে সদর উপজেলার ফুরসন্দী গ্রামে এ মানববন্ধনের আয়োজন করে ভুক্তভোগি গ্রামবাসী। এতে ব্যানার, ফেস্টুন নিয়ে গ্রামের কয়েক’শ নারী পুরুষসহ নানা শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।

এতে বক্তব্য রাখেন, ওই গ্রামের মুক্তিযোদ্ধা মকবুল হোসেন, শিক্ষক জসীম উদ্দিন, রবিউল ইসলাম, ভুক্তভোগি মোয়াজ্জেম হোসেন, বাচ্চু মোল্লা, সোনালী খাতুন, ওয়াশ্বিন বিশ্বাস, রেজাউল ইসলামসহ অন্যান্যরা। এসময় বক্তারা বলেন, ফুরসন্দী গ্রামের মুক্তিযোদ্ধা হাফিজুর রহমান ও তার ছেলে আব্দুল্লাহ এলাকার বিভিন্ন মানুষের নামে মিথ্যা মামলা ও হয়রানী করছে। তাদের হয়রানির শিকার হয়েছে এলাকার অনেকেই। তাই দ্রæত এর সুষ্ঠ তদন্ত করে নিরীহ মানুষের মামলা থেকে অব্যহতি দেওয়ার আহবান জানান।

The post ঝিনাইদহে মুক্তিযোদ্ধা ও তার সন্তানের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে গ্রামবাসির মানববন্ধন appeared first on গোবি খবর.



Advertiser