নিজস্ব প্রতিবেদক: নাগরিক সুবিধা অব্যাহত রাখার গাইবান্ধার গোবিন্দগঞ্জ পৌরসভার পরিচ্ছন্ন কর্মীদের মাঝে রেইন কোর্ট ও গামবুট বিতরণ করা হয়েছে। চলতি বর্ষা মৌসুমে নাগরিক সেবা নিশ্চিত করতে পৌরসভার অর্থায়নে বুধবার দুপুরে ২৬ জন পরিচ্ছন্ন কর্মীর মাঝে রেইন কোর্ট ও গামবুট বিতরণ করা হয়।
পৌর মেয়র মুকিতুর রহমান রাফি পৌর এলাকা ঘুরে পরিচ্ছন্ন কর্মীদের মাঝে রেইন কোর্ট ও গামবুট বিতরণ করেন। এসময় ২ নং পৌর প্যানেল মেয়র রিমন তালুকদার সহ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পৌর মেয়র মুকিতুর রহমান রাফি জানান, বর্ষায় পৌর বাসীর সেবা নিশ্চিত করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি আরও জানান, এখন থেকে পরিচ্ছন্ন কর্মীরা প্রতিমাসে বেতনের অতিরিক্ত এক হাজার টাকা ৫ বছর মেয়াদি ডিপিএস সুবিধা দেওয়া হবে। কর্মরত অবস্থায় কোন পরিচ্ছন্ন কর্মীর মৃত্যু হলে বীমা সুবিধার আওতায় ৫০ হাজার টাকা পাবে বলে তিনি নিশ্চিত করেন।
The post গোবিন্দগঞ্জে রেইন কোর্ট ও গামবুট বিতরণ appeared first on গোবি খবর.