রাইসুল ইসলাম খোকন, সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি : জামালপুরের সরিষাবাড়ীতে হোটেলের নিম্নমানের ডাল-রুটি খাবার খেয়ে অসুস্থ হওয়াদের মধ্যে ইউনুস আলী (৫০) নামে একজনের মৃত্যু হয়েছে। ইউনুস আলী পৌরসভার বাউসি ফুলবাড়ীয়া গ্রামের মৃত ইয়াসিন আলীর ছেলে। গত মঙ্গলবার (৮ জুন) রাত ৮ টার দিকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
জানা যায়, সরিষাবাড়ী পৌরসভার পঞ্চপীর বাজার এলাকার গত সোমবার সকাল থেকে লালু মিয়ার খাবারের হোটেলে দিনভর ডাল-রুটি খেয়ে নাশতা করেন স্থানীয় লোকজন। দুপুরের পর থেকে তাদের পেট ব্যথা, বমি ও ডায়রিয়ার লক্ষণ দেখা দেয়। এতে হোটেলের নিম্নমানের খাবার খেয়ে শিশু ও নারী-পুরুষসহ প্রায় অর্ধশতাধিক মানুষ অসুস্থ্য হয়ে পড়ে। অনেকেই গুরুতর অসুস্থ অবস্থায় সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হাসপাতালে ভর্তি হতে থাকেন। এদের মধ্যে ইউনুস আলীও ডায়রিয়া, পেটব্যথা ও বমি নিয়ে সরিষাবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন। তার অবস্থার অবনতি দেখা দিলে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। কিন্তু অতিরিক্ত পানি শূন্যতার কারনে মঙ্গলবার রাত ৮ টার দিকে চিকিৎসাধীন অবস্থায় ময়মনসিংহ হাসপাতালে তার মৃত্যু হয়।
The post সরিষাবাড়ীতে হোটেলের নিম্নমানের খাবার খেয়ে একজনের মৃত্যু appeared first on গোবি খবর.
