মোঃ মামুন হোসেন, সাতক্ষীরা প্রতিনিধিঃ সাতক্ষীরা শ্যামনগরের গাবুরা নীলডুমুর খেয়া নৌকায় গাবুরা ইউনিয়নের ডুমুরিয়া গ্রামে এক প্রসূতি মাকে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে পুত্র সস্তান প্রসব করেছেন। প্রসূতি মায়ের নাম সাজিদা খাতুন (২০)। তিনি শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের ডুমুরিয়া গ্রামের ইমরান হোসেনের স্ত্রী।
পারিবারিক সূত্রে জানা যায়, মঙ্গলবার সকাল থেকে প্রসববেদনা শুরুহলে বাড়িতে স্থানীয় ধাত্রী দিয়ে সন্তান প্রসবের চেষ্টা করে ব্যর্থ হয়। করোনা পরিস্থিতি, নদী পারাপার ও আর্থিক দৈন্যতার কারণে বাড়িতে সন্তান প্রসবের চেষ্টা করলেও শেষ পর্যন্ত পরিস্থিতি আরও খারাপ হতে পারে ভেবে পরিবারের সিদ্ধান্তে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্দেশ্যে নদী পার হওয়ার সময় খেয়া নৌকায় একটি পুত্র সন্তান প্রসব করেন।
এ বিষয়ে গাবুরা ইউনিয়নের চেয়ারম্যান জি,এম মাসুদুল আলম এর সাথে কথা হলে তিনি সত্যতা স্বীকার করেছেন।
The post শ্যামনগরের গাবুরা নীলডুমুর খেয়া নৌকায় সন্তান প্রসব appeared first on গোবি খবর.
