বুধবার, ৩০ জুন, ২০২১

সুন্দরগঞ্জে করোনায় এক বীর  মুক্তিযোদ্ধার মৃত্যু, আক্রান্ত ১৫

হযরত বেল্লাল, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ  গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় করোনায় আক্রান্ত হয়ে বীর মুক্তিযোদ্ধা দেলোয়র হেসেনের (৮৫) মৃত্যু হয়েছে। এছাড়া উপজেলার ১৫টি ইউনিয়ন ও একটি পৌরসভার বিভিন্ন এলাকায় ১৫ জন আক্রান্ত হয়ে আইসোলুশনে চিকিৎসাধীন রয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সুূত্রে জানা গেছে, করোনার দ্বিতীয় ঢেউয়ে উপজেলায় ১৬ জন করোনায় আক্রান্ত হয়। এর মধ্যে গতকাল মঙ্গলবার রাতে উপজেলার চন্ডিপুর ইউনিয়নের উত্তর সীচা কামারপাড়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা দেলোয়ার হোসেনের মৃত্যু হয়।
তিনি ওই গ্রামের আফাজ উদ্দিনের ছেলে। মৃত্যুকালে তিনি স্ত্রী ও দুই ছেলেসহ অসংখ্য গুনগৃহী রেখে গেছেন। আজ বুধবার বিকালে নামাযে জানাযা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় পারিবারিক কবরস্থানে উপজেলা দাফন কাফন কমিটির সার্বিক ব্যবস্থাপনায় তাকে দাফন করা হয়। এতে উপস্থিত ছিলেন উপজেলা নিবার্হী অফিসার মোহাম্মদ আল মারুফ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার আশরাফুজ্জামান সরকার, ওসি আব্দুল্লাহিল জামান, চন্ডিপুর ইউপি চেয়ারম্যান ফুল মিয়া। ডাক্তার আশরাফুজ্জামান সরকার জানান, প্রতিদিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনার নমুনা টেষ্ট করা হয়েছে। তবে আক্রান্তের সংখ্য আগের চেয়ে দিন দিন বাড়ছে।

The post সুন্দরগঞ্জে করোনায় এক বীর  মুক্তিযোদ্ধার মৃত্যু, আক্রান্ত ১৫ appeared first on গোবি খবর.



Advertiser