মঙ্গলবার, ২৯ জুন, ২০২১

গোবিন্দগঞ্জে আট জুয়াড়ি আটক

নিজস্ব প্রতিবেদক: টাকার বিনিময়ে জুয়া খেলারত অবস্থায় আট জুয়াড়িকে আটক করেছে গাইবান্ধার গোবিন্দগঞ্জ পুলিশ। সোমবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার সাপমারা ইউনিয়নের পন্ডিতপুর থেকে তাদের গ্রেফতার করে বৈরাগীরহাট তদন্ত কেন্দ্রের পুলিশ।

তদন্ত কেন্দ্রের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আনোয়ারের হোসেনের নেতৃত্বে পন্ডিতপুরের খোশবরের বাড়িতে অভিযান চালিয়ে আট জুয়াড়িকে আটক করা হয়। আটককৃত হলো উপজেলার পন্ডিতপুরের কামাল (৪৫), মফিজুল (৩৫), হারুন (৩২), ওয়াদুদ (৪৮), হরিপুরের জোবাইদুল (৪১), মাহফুজার (৩২), মদনপুরের সাদ্দাম (৩৯) ও খালাশপুরের মিজানুর (২৩)।

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম মেহেদী হাসান এই তথ্য নিশ্চিত করেন।

The post গোবিন্দগঞ্জে আট জুয়াড়ি আটক appeared first on গোবি খবর.



Advertiser