আরিফ উদ্দিন, স্টাফ রিপোর্টার, গাইবান্ধা থেকে : গাইবান্ধার পলাশবাড়ীতে যানবাহন তল্লাশিকালে ৭৪ বোতল ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী আওলাদ হোসেনকে (৩৫) আটক করেছে থানা পুলিশ।থানা সূত্র জানায়, পলাশবাড়ী থানা এলাকা মাদক মুক্ত করতে পলাশবাড়ী এলাকার সড়ক-মহাসড়কে চলাচলরত যানবাহন সমূহে পুলিশের মাদকবিরোধী তল্লাশি অভিযান অব্যাহত রয়েছে। এরইঅংশ হিসেবে থানা অফিসার ইনচার্জ মাসুদুর রহমান মাসুদের নির্দেশে এসআই ইউসুফ আলীর নেতৃত্বে এসআই রামচন্দ্র ও এএসআই নূর আলমসহ সঙ্গীয় ফোর্স রোববার (৬ জুন) দুপুরে উপজেলার বরিশাল ইউপির দুবলাগাড়ী ঢাকা-রংপুর মহাসড়কে যানবাহন তল্লাশি অভিযান পরিচালনা করা হয়।
এসময় ঢাকাগামী কোচ হানিফ এন্টারপ্রাইজ তল্লাশি কালে ৭৪ বোতল নিষিদ্ধ ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী আওলাদকে আটক করা হয়। আটককৃত আওলাদ নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও থানা এলাকার পাকুন্দা (নয়াপাড়া) গ্রামের মৃত জিন্নাত আলীর ছেলে বলে জানা যায়। এ ব্যাপারে মাদকদ্রব্য আইনে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাকে গাইবান্ধা কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে।
The post পলাশবাড়ীতে যানবাহন তল্লাশিকালে ৭৪ বোতল ফেনসিডিলসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ appeared first on গোবি খবর.