রবিবার, ৬ জুন, ২০২১

শিক্ষা প্রতিষ্ঠান খোলার দাবীতে গাইবান্ধায় গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের বিক্ষোভ মিছিল-সমাবেশ

আরিফ উদ্দিন, স্টাফ রিপোর্টার, গাইবান্ধা থেকে : স্বাস্থবিধি নিশ্চিত করে অবিলম্বে সকল শিক্ষা প্রতিষ্ঠান খোলার ঘোষণা, শিক্ষক-শিক্ষার্থী ও কর্মচারীদের শিগগিরই টিকা দেয়া এবং জাতীয় বাজেটের ২৫ ভাগ শিক্ষাখাতে বরাদ্দের দাবী জানিয়েছে গণতান্ত্রিক ছাত্র কাউন্সিল।

রোববার (৬ জুন) গাইবান্ধা জেলা শহরের ১ নম্বর ট্রাফিক মোড় এলাকায় সংগঠনের গাইবান্ধা জেলা শাখা আয়োজিত বিক্ষোভ সমাবেশে এসব দাবী জানান নেতারা। গণতান্ত্রিক ছাত্র কাউন্সিল গাইবান্ধা জেলা সংগঠক শামিম আরা মিনার সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশের সাম্যবাদী আন্দোলনের গাইবান্ধা জেলা শাখার সদস্য সচিব মনজুর আলম মিঠু, ছাত্রনেতা ওয়ারেছ মন্ডল রাংগা ওআব্দুল্লাহ রিজু প্রমুখ। এসময় সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

The post শিক্ষা প্রতিষ্ঠান খোলার দাবীতে গাইবান্ধায় গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের বিক্ষোভ মিছিল-সমাবেশ appeared first on গোবি খবর.



Advertiser