আরিফ উদ্দিন, স্টাফ রিপোর্টার, গাইবান্ধা থেকে : গাইবান্ধার পলাশবাড়ী পৌরশহরের সাবেক কৃতি গোলরক্ষক ফুটবলার মোস্তাফিজার রহমান মোস্তা (৪৫) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।অসুস্থ যুবলীগ নেতা মোস্তা মিয়া শনিবার বিকেল ৪টায় নিজ বাড়ীতে আকস্মিক গুরুতর অসুস্থ হয়ে পড়েন। এসময় তাঁকে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে চিকিৎসাধীন অবস্থায় সেখানে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। পৌরশহরের জামালপুর গ্রামের টুকনিপাড়ার মৃত মোজা মন্ডলের ছেলে উপজেলা ছাত্রলীগের সাবেক তুখোর ছাত্রনেতা উপজেলা আওয়ামী যুবলীগ ক্রীড়া সম্পাদক মোস্তা মিয়া স¤প্রতি ডায়াবেটিসসহ নানা জটীল রোগে ভুগছিলেন।
মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন মেয়ে-জামাতা, ভাই-বোন, পরিবারের সদস্য, পাড়া-প্রতিবেশি, আত্মীয়-স্বজন, রাজনৈতিক অঙ্গনের প্রিয় সহকর্মি ও শুভাকাঙ্খীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। রোববার সকাল ৯টায় পৌরশহরের কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে মরহুমের দাফন সম্পন্ন করা হয়।তাঁর অকাল মৃত্যুতে উপজেলা আওয়ামী যুবলীগ ভারপ্রাপ্ত সভাপতি প্রভাষক রাসেল মাহমুদ তাপস, সাধারণ সম্পাদক তুষার সরকার বাবু, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি উপজেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক ফিরোজ কবির সুমন, প্রেস ক্লাব পলাশবাড়ী’র সভাপতি মন্জুর কাদির মুকুল, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, সহ-সভাপতি আরিফ উদ্দিন, উপজেলা আওয়ামী লীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, সহযোগী এবং ভ্রাতৃপ্রতিম সংগঠন সমূহ শোক প্রকাশ করেছেন। পৃথক বিবৃতিতে নেতৃবৃন্দ ত্যাগী এ যুবনেতার বিদেহী আত্মার মাগফিরাত কামনাসহ শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
The post পলাশবাড়ীতে যুবলীগ নেতা সাবেক কৃতি গোলরক্ষক ফুটবলার মোস্তার ইন্তেকাল appeared first on গোবি খবর.