আরিফ উদ্দিন, স্টাফ রিপোর্টার, গাইবান্ধা থেকে : শিক্ষা খাতে জাতীয় বাজেটের ২৫ শতাংশ বরাদ্দের দাবীতে গাইবান্ধায় বিক্ষোভ মিছিল-সমাবেশ করেছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন। এছাড়াও স্বাস্থ্যসেবা নিশ্চিত করে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়া, শিক্ষার্থীদের জন্য করোনা ভ্যাকসিন নিশ্চিত করা, করোনাকালে শিক্ষার্থীদের বেতন-ভাতা মওকুফের সরকারি ঘোষণা এবং ক্ষতিগ্রস্ত শিক্ষার্থী-শিক্ষক-কর্মচারীদের প্রণোদনা ঘোষণা করার দাবী জানায় সংগঠনটি।
রোববার (৬ জুন) দুপুরে সংগঠনটির উদ্যোগে জেলা শহরের ১ নম্বর রেলগেট এলাকায় সমাবেশ অনুষ্ঠিত হয়। এরআগে একটি বিক্ষোভ মিছিল নিয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন। বাংলাদেশ ছাত্র ইউনিয়ন গাইবান্ধা জেলা সংসদের সভাপতি ওয়ারেছ সরকার সভাপতিত্বে সমাবেশে বক্তারা বলেন, করোনা মহামারিতে দেশের সবকিছু খুলে দেয়া হলেও শিক্ষা প্রতিষ্ঠান খোলা হচ্ছে না। এতে শিক্ষার্থীদের শিক্ষাজীবন অনিশ্চয়তার মধ্যে পড়েছে। তারা অগ্রাধিকার ভিত্তিতে শিক্ষার্থীদের জন্য করোনা ভ্যাকসিন নিশ্চিত করে অবিলম্বে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়ার দাবী করেন। সেইসাথে জাতীয় সংসদে উত্থাপিত বাজেটের সমালোচনা করে বলেন, বাজেটে ব্যবসায়ীদের জন্য সকল সুযোগ সুবিধা দেয়া হয়েছে, এতে সাধারণ মানুষের জন্য কিছুই রাখা হয়নি। বক্তারা শিক্ষাখাতে ২৫% বরাদ্দেরও দাবী করেন।
সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ ছাত্র ইউনিয়ন গাইবান্ধা জেলা সংসদের সভাপতি ওয়ারেছ সরকার, কোষাধ্যক্ষ রুবেল শেখ, শিক্ষা ও গবেষণা সম্পাদক মৌসুমি আক্তার, পলাশবাড়ী উপজেলা কমিটির আহবায়ক মনোয়ার হোসেন লাহুল ও যুগ্ম আহবায়ক হাবিবুর রহমান প্রমুখ। এসময় সংগঠনটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
The post শিক্ষা খাতে জাতীয় বাজেটের ২৫ ভাগ বরাদ্দের দাবীতে গাইবান্ধায় ছাত্র ইউনিয়নের বিক্ষোভ appeared first on গোবি খবর.