আরিফ উদ্দিন, স্টাফ রিপোর্টার, গাইবান্ধা থেকে : গাইবান্ধায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক-বালিকা (অনুর্ধ্ব-১৭)-এর শুভ-উদ্বোধন করা হয়েছে। খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।যুব ও ক্রীড়া মন্ত্রনালয়ের ব্যবস্থাপনায় রোববার (৬ জুন) সকালে গাইবান্ধা জেলা প্রশাসন ও ক্রীড়া সংস্থার আয়োজনে গাইবান্ধা শাহ আব্দুল হামিদ স্টেডিয়ামে টুর্নামেন্টর শুভ-উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. আবদুল মতিন। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সাদেকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ সুপার মুহাম্মাদ তৌহিদুল ইসলাম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জেলা ক্রীড়া অফিসার আলমগীর হোসেন। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক, গাইবান্ধা পৌর মেয়র মতলুবর রহমান, জেলা জাসদের সভাপতি ও জেলা ফুটবল এ্যাসোসিয়েশনের সভাপতি গোলাম মারুফ মোনা ও রফিকুল ইসলামসহ অন্যান্যরা।উদ্বোধনী ম্যাচে বালক-বালিকা (অনুর্ধ্ব-১৭) সদর উপজেলা বনাম সাঘাটা উপজেলা এবং সাদুল্লাপুর উপজেলা বনাম ফুলছড়ি উপজেলার মধ্যে এ টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়।
The post গাইবান্ধায় জাতির পিতা বঙ্গবন্ধু ও বঙ্গমাতা জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (অনুর্ধ্ব-১৭) উদ্বোধন appeared first on গোবি খবর.