মো: দেলোয়ার হোসেন, ঝালকাঠি প্রতিনিধি: গনমাধ্যমে সংবাদ প্রকাশের পরও ঝালকাঠি প্রাথমিক শিক্ষা অফিসের কম্পিউটার অপারেটর নাসির’র ঘুষ বানিজ্য চলছে।সদর উপজেলার প্রায় ৩৫ জন শিক্ষক লিখিত অভিযোগ দায়ের করলেও এখন পর্যন্ত নাসিরের বিরুদ্ধে কোন ব্যবস্থা নেয়া হয়নি। তার খুটির জোর কোথায়, তাহলে কি সে টাকা দিয়ে সব ম্যানেজ করছে,প্রশ্ন উঠছে।অভিযোগ সুত্রে জানা গেছে, সদর উপজেলার প্রাথমিক শিক্ষক-শিক্ষিকাদের কাছ থেকে পাসপোর্ট অনুমতি,পরীক্ষার অনুমতি,পিটি আই ভর্তি,সার্ভিস বই হালফিল,ই-প্রাইমারী তথ্য,উপবৃত্তি হালফিল, বেতন নির্ধারণ, ডিপিএড স্কেল পরিবর্তন, মাতৃত্বকালীন ছুটি, মেডিকেল ছুটি, জি পিএফ হিসাব নম্বর খোলা, নমিনি পরিবর্তন, চাকুরী স্থায়ীকরন, বর্হিগমন ছুটিসহ ইত্যাদি কাজ করতে গেলে নাসিরকে হাজার হাজার টাকা উৎকোচ দিতে হবে। নইলে বছরের পর বছর শিক্ষা অফিসে ঘুরতে হবে।এমনটাই নাসির বলে থাকে।
অপরদিকে অসহায় শিক্ষকরা টাকা দিতে পারে না,তাই তাদের কে অকথ্য ভাষায় গালাগাল দিয়ে অফিস থেকে বের করে দিতে বাধ্য করেন। আরও জানা গেছে,তিনি প্রায় ১০বছরের অধিক সময় পর্যন্ত এই অফিসে চাকুরী করছেন।ঘুষের টাকায় শশুরালয়ে প্রায় ৭ তলা পাকা ভবন নির্মান প্রায় সম্পন্ন হয়েছে।তবে নাসির ফোন রিসিভ করেননি। এ ব্যপারে উপজেলা ও জেলা শিক্ষা কর্মকর্তাদ্বয় জানান, ব্যবস্থা নেয়ার ক্ষমতা রয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের বরিশাল বিভাগীয় প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জালাল উদ্দিন’র।এ ব্যপারে মুঠোফোনে জালাল উদ্দিন জানান, শিগ্রই খোজ নিয়ে অভিযোগ’র ব্যপারে দ্রুত ব্যবস্থা গ্রহন করা হবে।
The post গনমাধ্যমে সংবাদ প্রকাশের পরও ঝালকাঠি শিক্ষা অফিসের কম্পিউটার অপারেটর নাসিরের ঘুষ বানিজ্য চলমান appeared first on গোবি খবর.