জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহ প্রতিনিধি : মেয়ের বান্ধবী’র সাথে অপকর্মে লিপ্ত হওয়ার সময় হাতেনাতে ধরা পড়েছে মঞ্জুর হোসেন (৬৫) নামের এক ব্যক্তি, ঘটনাটি ঘটেছে ঝিনাইদহ পৌর এলাকার শিকারপুর গ্রামে, ঘটনার বিবরণীতে জানা গেছে, ২৮/৬/২১ তারিখ সোমবার দুপুর ২ টার দিকে পার্শবর্তি ইসলাম পাড়ার মৃত ছাত্তার হোসেনের মেয়ে নুসরাত জাহান উর্মি (১৭) মঞ্জুর হোসেনের বাড়ি প্রবেশ করে, উর্মির এই প্রবেশ করা কেউ দেখে ফেললে, এলাকার অন্য সবাইকে খবর দেই।
একে একে উপস্থিত হয় মঞ্জুর হোসেনের ছেলে আনাস (২০) মেয়ে ছোটন (১৮) এর পর জানালা দিয়ে তাদের আপত্তিকর দৃশ্য দেখতে পান প্রমান রাখতে তারা ছবিও তোলেন, তারপর দরজা ধাক্কাতে থাকেন আনাস সহ এলাকাবাসী, মঞ্জুর হোসেন এক পর্যায় দরজা খুলে দৌড়ে পালিয়ে যান। পুলিশে খবর দিলে ঘরে আটক থাকা উর্মিকে উদ্ধার করে ঝিনাইদহ সদর থানার পুলিশ। এলাকাবাসী ও পরিবার জানায়, নুসরাত জাহানম উর্মি মঞ্জুর হোসেনের মেয়ে ছোটনের বান্ধবী।
The post ঝিনাইদহে বান্ধবী’র সাথে বাবার অবৈধ সম্পর্ক, হাতে নাতে ধরলো মেয়ে ও এলাকাবাসী appeared first on গোবি খবর.