শনিবার, ৩১ জুলাই, ২০২১

করোনা-উপসর্গে চুয়াডাঙ্গায় আরও ৭ জনের মৃত্যু

চুয়াডাঙ্গায় করোনা ও উপসর্গে আরও সাতজনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে করোনায় দুইজন ও উপসর্গে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে।

শনিবার (৩১ জুলাই) সকালে জেলার সিভিল সার্জন ডা. এএসএম মারুফ হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘মৃতদের চুয়াডাঙ্গা সদরের তিনজন, আলমডাঙ্গায় তিনজন ও দামুড়হুদায় একজন রয়েছেন। শুক্রবার করোনা পরীক্ষার রিপোর্ট না আসায় কোনো করোনাভাইরাস রোগী শনাক্ত হয় হয়নি।’

জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানায়, বর্তমানে জেলায় করোনা ভাইরাসে আক্রান্ত সক্রিয় রোগী রয়েছেন এক হাজার ৮২২ জন। এর মধ্যে হোম আইসোলেশনে আছেন এক হাজার ৭৩৭ জন ও হাসপাতালে আছেন ৮৫ জন।

এ নিয়ে জেলায় করোনা আক্রান্ত হয়েছেন পাঁচ হাজার ৯৯৪ জনে। সুস্থ হয়েছেন সুস্থ হয়েছেন তিন হাজার ৯৯৪ জন। মারা গেছেন১৯৬ জনের

সালাউদ্দীন কাজল/আরএইচ/এমকেএইচ



Advertiser