কুমিল্লার বরুড়ায় শ্বশুর বাড়িতে বিষ খাইয়ে রাকিব হোসেন (২১) নামের এক যুবককে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনার পর থেকে শ্বশুর বাড়ির লোকজন পলাতক রয়েছেন।
শুক্রবার (৩০ জুলাই) সকালে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক) হাসপাতালে পাঠানো হয়।
নিহত রাকিব হোসেন উপজেলার ভাউকসার গ্রামের আবদুল খালেক মিয়ার ছেলে।
নিহত রাকিবের চাচা আবদুল বারী জানান, একই গ্রামের আবদুল মালেকের মেয়ের সঙ্গে রাকিবের বিয়ে হয়। দীর্ঘদিন ধরে দুই পরিবারের মধ্যে মান-অভিমান চলছে। রাকিব শ্বশুর বাড়িতে গেলে বিষ খাইয়ে বৃহস্পতিবার বিকেলে তার শ্যালক অচেতন অবস্থায় বাড়ির পাশে রেখে যান। পরে বাড়ির লোকজন দেখতে পেয়ে তাকে বরুড়া সরকারি হাসপাতালে ভর্তি করায়। সেখানে রাত ১০দিকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
এ বিষয়ে বরুড়া উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. নিশাত সুলতানা বলেন, ‘বৃহস্পতিবার সন্ধ্যায় রাকিব নামে এক যুবককে হাসপাতালে ভর্তি করা হলে ওয়াশ করে বিষ বের করা হয়। রাতে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান।’
বরুড়া থানার উপ পরিদর্শক (এসআই) আনিছুর রহমান বলেন, ‘এ বিষয়ে থানায় কোনো অভিযোগ দেয়া হয়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’
জাহিদ পাটোয়ারী/আরএইচ/জিকেএস