টানা বর্ষণে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) পাহাড় ধসের ঘটনা ঘটেছে। এতে কাটা পাহাড় এলাকার সড়কের পার্শ্ববর্তী বৈদ্যুতিক খুঁটি, গাছ ও মাটি ধসে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে।
শুক্রবার (৩০ জুলাই) সকালে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক এসএম মনিরুল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘পাঁচটি বৈদ্যুতিক খুঁটি, কিছু গাছ ও মাটি ধসে পড়েছে। আপাতত আমরা মাটি ও গাছ সরানোর ব্যবস্থা করছি। গাছ কাটতে হলে অনুমতি লাগে, তারপরও জরুরি ভিত্তিতে বিপজ্জনক গাছগুলো কেটে ফেলতে হবে।’
তিনি আরও বলেন, ‘একটানা বৃষ্টি হলে আরও কিছু জায়গায় ধসের সম্ভাবনা রয়েছে। আরও কয়েকটা গাছ পড়ে যাওয়ার সম্ভাবনা আছে এগুলোও কাটতে হবে।’
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. রবিউল হাসান ভূঁইয়া বলেন, ‘টানা তিনদিন বৃষ্টির কারণে বৃহস্পতিবার রাতে পাহাড় ধসে পড়েছে। বর্তমানে কাটা পাহাড় সড়ক চলাচলের অনুপযোগী রয়েছে। ওই খুঁটিগুলোর বিদ্যুৎ সংযোগও বিচ্ছিন্ন রয়েছে। সড়ক চলাচল উপযোগী করতে দ্রুত ব্যবস্থা নেয়া হচ্ছে।’
রোকনুজ্জামান/আরএইচ/জিকেএস