বুধবার, ২৮ জুলাই, ২০২১

এসেছে র‍্যাপার তৌফিকের 'ব্যতিক্রম'

চারণ কবি তৌফিক বা র‍্যাপার তৌফিক আহমেদ নামে খ্যাত কণ্ঠশিল্পী তৌফিক। এই ঈদ-উল-আযহায় প্রকাশ করেছেন গান 'ব্যতিক্রম'। মিউজিক ভিডিও আকারে গানটি প্রকাশ হয়েছে সম্প্রতি।

তবে তৌফিকের কথা-সুর ও কণ্ঠে এ গানটির অডিও প্রকাশ পায় দুই বছর আগে 'মিক্সড এ্যালবাম 'দি ইন্ডাস্ট্রি - ভলিউম টু'-তে।

শিল্পী বলেন, অদিত রাহমানের মিক্স ও মাস্টারিং গানটিতে যুক্ত করেছে অনন্য মাত্রা। গানটির সংগীতায়োজনের জন্য নাবিল হোসেন এবং ভিডিও নির্মাণে সহায়তার জন্য প্রডাকশান হাউস 'সার্কেল'-কে ধন্যবাদ জানান।

তৌফিক বলেন, 'একটা সময়ে ছিলো যখন প্রথমে অডিও এ্যালবাম আসতো, পরে সেই এ্যালবামের কিছু গানের মিউজিক ভিডিও বানানো হতো এলবামের প্রমোশানের জন্য। সময় বদলেছে, এখন সিংগেলের যুগ। মানুষ গানকে ভিস্যুয়াল কন্টেন্ট রুপে পেতে চায়। সে ভাবনা থেকেই 'ব্যতিক্রম' গানের ভিডিও প্রকাশ করলাম।

এ গানের কথায় ফুটে এসেছে আত্মনির্ভরতা, আত্মবিশ্বাস, স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে এগিয়ে চলার গল্প, নিজেকে ব্যতিক্রমভাবে তুলে ধরার অনুপ্রেরণা। আশা করছি গানটি সবার ভালো লাগবে।'

এলএ/এমকেএইচ



Advertiser