টোকিও অলিম্পিক গেমস হকিতে আর্জেন্টিনাকে হারিয়েছে অস্ট্রেলিয়া। অন্যদিকে স্পেনকে হারিয়ে জয়ে ফিরেছে অলিম্পিকে পাঁচবারের চ্যাম্পিয়ন ভারত।
মঙ্গলবার গেমস হকির ‘এ’ গ্রুপে নিজেদের তৃতীয় ম্যাচে অস্ট্রেলিয়া ৫-২ গোলে হারিয়েছে আর্জেন্টিনাকে। স্পেনের সঙ্গে ১-১ ড্র করে গেমস হকি শুরু করেছিল আর্জেন্টিনা।
পরের ম্যাচে স্বাগতিক জাপানকে ২-১ গোলে হারিয়ে ঘুরে দাঁড়িয়েছিল তারা। কিন্তু তৃতীয় ম্যাচে হেরে কোয়ার্টার ফাইনালে ওঠার সম্ভাবনা কঠিন কওে তুললো তারা।
গেমসের অন্যতম ফেবারিট ভারত আবার ফিরে এসেছে প্রতিদ্বন্দ্বিতায়। দ্বিতীয় ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে ৭-১ গোলে হারের পর সাবেক স্বর্ণজয়ীরা মঙ্গলবার ৩-০ গোলে হারিয়েছে স্পেনকে।
প্রথম কোয়ার্টার ২-০ গোলে এগিয়ে থাকা ভারত শেষ গোলটি করে চতুর্থ কোয়ার্টারে।
তিন ম্যাচের দুটি জিতে ৬ পয়েন্ট নিয়ে ভারত টেবিলের দুই নম্বরে। পূর্ণ ৯ পয়েন্ট নিয়ে শীর্ষে অস্ট্রেলিয়া। আর্জেন্টিনা রয়েছে চারে।
মঙ্গলবার অন্যান্য ম্যাচে জাপান ২-২ গোলে ড্র করেছে নিউজিল্যান্ডের বিপক্ষে এবং জার্মানি ৫-১ গোলে হারিয়েছে গ্রেট ব্রিটেনকে।
এখন পর্যন্ত ‘বি’ গ্রুপের লড়াই দারুণ জমে আছে। ৬ পয়েন্ট করে তিন দল জার্মানি, বেলজিয়াম ও ব্রিটেন আছে শীর্ষ তিনে।
আরআই/এসএএস/জেআইএম