কখনো কখনো মানুষ অল্প সময়ে অধিক সম্পদের মালিক হয়ে যায়। আবার কখনো কখনো ধীরে ধীরে সম্পদশালী হয় মানুষ। সব অবস্থাতেই আল্লাহর কৃতজ্ঞতা জ্ঞাপনের বিকল্প নেই। তবে দ্রুত সম্পদের মালিক হলে সেই মুহূর্তে একটি দোয়া ও কৃতজ্ঞতা জানানোর কথা বলেছেন বিশ্বনবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। হাদিসে এসেছে-
হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, ‘একদিন হজরত আইয়ুব আলাইহিস সালাম নগ্ন শরীরে গোসল করছিলেন। এমন সময় তাঁর ওপর সোনার এক ঝাঁক পঙ্গপাল নেমে এলো। তিনি সেগুলো দুই হাতে ধরে কাপড়ে রাখতে লাগলেন। তখন তাঁর রব তাঁকে ডেকে বললেন, হে আইয়ুব! তুমি যা দেখতে পাচ্ছ, তা থেকে কি আমি তোমাকে অমুখাপেক্ষী করে দিইনি? তিনি (এ দোয়া পড়ে) উত্তর দিলেন, হ্যাঁ-
يَا رَبِّ، وَلَكِنْ لاَ غِنَى لِي عَنْ بَرَكَتِكَ
উচ্চারণ : ‘ইয়া রব্বি, ওয়া লাকিন লা-গিনা লি আন বারাকাতিকা।’
অর্থ : ‘হে রব! আর আমি কিন্তু আপনার (আপনার দেওয়া অনুগ্রহের) বরকত থেকে মুখাপেক্ষীহীন নই।’ (বুখারি)
সুতরাং সম্পদশালী প্রত্যেক ব্যক্তির উচিত, মহান আল্লাহর কাছে ধন-সম্পদের শুকরিয়া স্বরূপ প্রিয় নবির শেখানো এ দোয়াটি বেশি বেশি পড়া।
আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে তার কৃতজ্ঞতাজ্ঞাপনে বেশি বেশি এ দোয়াটি পড়ার তাওফিক দান করুন। আমিন।
এমএমএস/এমকেএইচ