শনিবার, ৩১ জুলাই, ২০২১

আজকের জোকস : যা খেলে মানুষ ২০০ বছর বাঁচে!

যা খেলে মানুষ ২০০ বছর বাঁচে!
বাজারের একপাশে দাঁড়িয়ে একজন ওষুধ বিক্রি করছেন। তাকে ঘিরে অসংখ্য মানুষের ভিড়। তিনি চেঁচিয়ে বললেন—
বিক্রেতা: আমার কাছে নতুন একটি টনিক এসেছে।
দর্শক: কী টনিক?
বিক্রেতা: যা খেলে মানুষ ২০০ বছর বাঁচে!
দর্শক: আমি ব্যাচেলর হলে একটা কিনতাম।

****

টাকা না থাকলেও ব্যাংক হিসাব
তরুণী: আমি একা একটা ব্যাংক হিসাব খুলব।
ব্যবস্থাপক: কত টাকার?
তরুণী: আমার তো কোনো টাকা নেই।
ব্যবস্থাপক: তাহলে তো হিসাব খোলা যাবে না।
তরুণী: ঠিক আছে, যৌথ হিসাব খুলব।
ব্যবস্থাপক: কার সাথে?
তরুণী: কেন, টাকা আছে এমন কারও সাথে!

****

সাইকেল চালানোর জন্য ড্রাইভার
অজিত: মিস্টার জন হঠাৎ করেই ধনী হয়ে গেলেন।
রঞ্জিত: তুমি কীভাবে বুঝলে?
অজিত: কারণ সে তার সাইকেল চালানোর জন্য একজন ড্রাইভার রেখেছে।

এসইউ/জিকেএস



Advertiser