করোনাভাইরাসের সংক্রমণরোধে দুই সপ্তাহের কঠোর বিধিনিষেধ নিশ্চিতে তৎপর রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। এই বিধিনিষেধ বাস্তবায়নে রাজধানীর মতিঝিল মোড়ে র্যাবের অভিযান চলছে।
র্যাব-৩-এর ভ্রাম্যমাণ আদালতের পরিচালনা করেছেন র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ কুমার বসু।
বুধবার (২৮ জুলাই) দুপুর ১২টা থেকে মতঝিলের শাপলা চত্বরে র্যাবের এই ভ্রাম্যমাণ আদালত শুরু হয়।
র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ কুমার বসু বলেন, যারা বিনা কারণে বের হয়েছেন সবাইকেই চ্যালেঞ্জ করা হচ্ছে। যারা সন্তোষজনক উত্তর দিতে পারছেন না তাদের জরিমানা করা হচ্ছে। আমাদের অভিযান ও ভ্রাম্যমাণ আদালত চলমান। অভিযান শেষে বিস্তারিত জানানো হবে।
টিটি/জেএইচ/এএসএম