খুলনা বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে ১৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে বিভাগে ৩ হাজার ছাড়ালো মৃতের সংখ্যা। একই সময়ে বিভাগের ১০ জেলায় শনাক্ত হয়েছেন ১৪৮ জন।
মঙ্গলবার (৩১ আগস্ট) দুপুরে বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. জসিম উদ্দিন হাওলাদার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
স্বাস্থ্য পরিচালকের দফতর সূত্রে জানা যায়, মৃতদের মধ্যে কুষ্টিয়ায় সাতজন, যশোরে চারজন এবং খুলনা, মাগুরা ও ঝিনাইদহে একজন করে মারা গেছেন।
করোনা সংক্রমণের শুরু থেকে শনিবার সকাল পর্যন্ত বিভাগের ১০ জেলায় মোট ১ লাখ ৮ হাজার ৮৯১ জন শনাক্ত হয়েছেন। এর মধ্যে মারা গেছেন ৩ হাজার ৮ জন।।
আলমগীর হান্নান/এসজে/এমএস