মঙ্গলবার, ৩১ আগস্ট, ২০২১

কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে ফাঁসির আসামির মৃত্যু

গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে ফজলুর রহমান তন্ময় ওরফে তাপস (৫২) নামের ফাঁসির দণ্ডপ্রাপ্ত এক আসামির মৃত্যু হয়েছে। তিনি ঢাকার দোহার থানার লোটাখোনা গ্রামের মোজাফফর হোসেনের ছেলে। কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এ ছিলেন তিনি। তার কয়েদী নং-৭৯৩৯/এ।

সোমবার (৩০ আগস্ট) রাত সোয়া ১১টার দিকে কারাগারের অসুস্থ হয়ে পড়লে তাকে কারা হাসপাতালে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে রাত সোয়া ২টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এর সিনিয়র জেল সুপার আব্দুল জলিল বলেন, আইনি প্রক্রিয়াা শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

উল্লেখ্য, কারা সূত্রে জানায়, ঢাকার ধানমন্ডি থানায় করা এক হত্যা মামলায় আদালত তাকে ফাঁসির আদেশ দেন। এছাড়া অপর এক মামলায় অস্ত্র আইনে ১৪ বছরের সাজাপ্রাপ্ত বন্দি ছিলেন তিনি।

মো. আমিনুল ইসলাম/এএইচ/জেআইএম



Advertiser