শনিবার, ২৮ আগস্ট, ২০২১

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রলারডুবির ঘটনায় জিএম কাদেরের শোক

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রলারডুবিতে ব্যাপক হতাহতের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপ-নেতা গোলাম মোহাম্মদ (জিএম) কাদের।

শনিবার (২৮ আগস্ট) এক শোক বার্তায় নিহতদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান জাপা চেয়ারম্যান।

জিএম কাদের বলেন, নৌ-দুর্ঘটনা কমছেই না। প্রতি বছর নৌ-দুর্ঘটনায় অসংখ্য মানুষের মৃত্যুর সংবাদ মেনে নেওয়া যায় না। নৌপথ নিরাপদ করতে হবে। তদন্ত কমিটি গঠন করে দুর্ঘটনার প্রকৃত কারণ উদঘাটন করতে হবে। পাশাপাশি দায়ীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। নিহতদের যৌক্তিক ক্ষতিপূরণ ও আহতদের সুচিকিৎসা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান তিনি।

এদিকে এ ঘটনায় জাতীয় পার্টি মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলুও গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

এসএম/এমএসএম/এমএস



Advertiser