শনিবার, ২৮ আগস্ট, ২০২১

খুলনায় বেড়েছে মাছ-মুরগির দাম, স্থিতিশীল চালের বাজার

খুলনায় বেড়েছে মাছ-মুরগির দাম, স্থিতিশীল চালের বাজার

খুলনার বাজারে বেড়েছে মাছ-মুরগির দাম। সরবরাহ কম থাকায় আকাশচুম্বী দামে বিক্রি হচ্ছে ইলিশ। বেগুনের দাম বেড়েছে কেজিপ্রতি ১০-১৫ টাকা। তবে চালের দাম স্থিতিশীল রয়েছে।

শনিবার (২৮ আগস্ট) খুলনার বাজারগুলো ঘুরে দেখা যায়, মুরগি বিক্রি হচ্ছে প্রতি কেজি ১২০-৩৫০ টাকায়। এক সপ্তাহ আগেই মুরগির দাম ছিল কেজিপ্রতি ১১০-২৮০ টাকা।

jagonews24

এছাড়া দাম কিছুটা কমলেও এখনও শীর্ষ অবস্থান ধরে রেখেছে কাঁচা মরিচ। বর্তমানে বিক্রি হচ্ছে ৮০-৯০ টাকা কেজি দরে।

রূপসা খুচরা বাজারে দেখা যায়, আলুর দাম এক দফা কমেছে। দীর্ঘদিন ধরে ২৫ টাকা কেজি দরে বিক্রি হলেও এখন বিক্রি হছে ২০ টাকায়। এছাড়া বেগুন ৩০-৫০ টাকা, ঢেঁড়স ২০ টাকা, ঝিঙে ২০ টাকা, পটল ২০ টাকা, মিষ্টিকুমড়া ৩০ টাকা, পেঁপে ২০ টাকা ও শসা ২০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

jagonews24

কাঁচামাল বিক্রেতা নওশের, ইব্রাহিম, শরিফুল ও সাদিকের সঙ্গে কথা বলে জানা যায়, বাজারে এখন সবজির সরবরাহ স্বাভাবিক থাকলেও ক্রেতা কমে গেছে। তাই বিক্রিও কম।

এছাড়া, বাজারে মাছের দাম বেড়েছে অনেক। ইলিশ মাছ আকার ভেদে ৪৫০-১৫০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এক কেজি তেলাপিয়া গত সপ্তাহে ৬০-১০০ টাকায় বিক্রি হলেও চলতি সপ্তাহে বিক্রি হচ্ছে ১২০-১৬০ টাকায় । চিংড়ি সর্বনিম্ন ৪০০ টাকা, পাঙ্গাশ ১৫০ টাকা, রুই ৩০০-৩৫০ ও পাবদা ৩৮০-৪০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

jagonews24

নগরীর টুটপাড়া জোড়াকল বাজারের চাল বিক্রেতা আতাহার আলী, আবু বক্কর ও বাদশা মিয়া জানান, বাজারে চালের দাম স্বাভাবিক রয়েছে। মিনিকেট প্রতি কেজি ৬৫-৭০ টাকা ও সিদ্ধ চাল ৪৮-৫৫ টাকায় বিক্রি হচ্ছে।

আলমগীর হান্নান/ এফআরএম/এএসএম



Advertiser