শুক্রবার, ২৭ আগস্ট, ২০২১

ক্যানসারের কাছে হেরে গেল শিশু তাসমিম

মরণব্যাধি ক্যানসারে আক্রান্ত হয়ে দীর্ঘ দেড় বছর চিকিৎসাধীন থাকার পর অবশেষে চিরবিদায় নিলো ২ বছরের শিশু তাসমিম আক্তার। ২৬ আগস্ট (বৃহস্পতিবার) রাত সাড়ে ১০টায় বৈরুতের রফিক হারিরি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে শিশুটি।

আদরের কন্যাকে হারিয়ে বাকরুদ্ধ হয়ে গেছেন লেবানন প্রবাসী কাউসার-শিরীন দম্পতি।

চাঁদপুরের মতলব উপজেলার খড়গপুর গ্রামের মো. কাউসার ও শিরীন আক্তার দম্পতির কোলজুড়ে এসেছিল তাসমিম। ৫ মাস বয়সে তার ক্যানসার শনাক্ত হয়। দীর্ঘ দেড় বছর লেবাননের বিভিন্ন দাতব্য সংস্থা ও বাংলাদেশ দূতাবাসের সহায়তায় স্থানীয় হাসপাতালে চিকিৎসা চলেছে তার।

গত ৮ আগষ্ট শিশু তাসমিম আবারও অসুস্থ হয়ে পড়ে। তাকে দ্রুত রফিক হারিরি হাসপাতালে নেয়া হয়। এরপর প্রায় ১৮ দিন নিবিড় পর্যবেক্ষণে থাকার পর ২৬ আগস্ট (বৃহস্পতিবার) রাত সাড়ে ১০টায় শেষ নিঃশ্বাস ত্যাগ করে তাসমিম।

এদিকে বাকরুদ্ধ মা শিরীন আদরের কন্যাকে নিয়ে দেশে ফিরতে বাংলাদেশ দূতাবাসের সহযোগিতা কামনা করেছেন।

এমএইচআর/এমএস



Advertiser