রবিবার, ২৯ আগস্ট, ২০২১

আজকের কৌতুক: লটারি কিনে ৪০ লাখ টাকা!

লটারি কিনে ৪০ লাখ টাকা!
একবার এক লোক ১০ টাকার লটারি কিনে ৪০ লাখ টাকা প্রথম পুরস্কার জিতলেন। সরকারি কর কেটে রাখার পর কর্তৃপক্ষ তাকে ৩৫ লাখ টাকা দিলেন। লোকটি তো রেগে আগুন, ‘মশকরা পেয়েছেন? আমার পাওনা ৪০ লাখের পুরোটা দিয়ে দেন, তা না হলে আমার লটারি কেনার ১০ টাকা এখনই ফেরত দেন।’

****

খুবই হাস্যকর দেখাচ্ছে
প্রথম বন্ধু: তুমি এটা কী বেল্ট পরেছ!
দ্বিতীয় বন্ধু: কেন?
প্রথম বন্ধু: তোমাকে খুবই হাস্যকর দেখাচ্ছে।
দ্বিতীয় বন্ধু: বেল্টটা না পরলে বুঝতে আরও কত বেশি হাস্যকর লাগে।

****

পাঁচ কোন পাশে বসাবো
এক কম শিক্ষিত লোক শিক্ষকের কাছে অঙ্ক শিখতে গেলেন।
লোক: স্যার, আমি পঞ্চান্ন কীভাবে লিখব?
শিক্ষক: দুইটা পাঁচ পাশাপাশি লিখলেই পঞ্চান্ন হয়।

কিছুক্ষণ পর শিক্ষক দেখলেন, লোকটি একটি পাঁচ লিখে বসে মাথা চুলকাচ্ছেন।
শিক্ষক: কী হলো?
লোক: মস্ত বিপদে পড়েছি। আরেকটা পাঁচ কোন পাশে বসাবো বুঝতে পারছি না।

এসইউ/জিকেএস



Advertiser