১৫ আগস্ট জাতীয় শোক দিবসে সরকারি ছুটির দিনে অ্যাডহক কমিটি করে প্রজ্ঞাপন জারির ঘটনায়
ভুল স্বীকার করে হাইকোর্টে নিঃশর্ত ক্ষমা চেয়েছেন মাদরাসা বোর্ডের চেয়ারম্যান ও রেজিস্ট্রার।
বুধবার (২৯ সেপ্টেম্বর) সশরীরে হাইকোর্টে উপস্থিত হয়ে ক্ষমা প্রার্থনা করেন চেয়ারম্যান অধ্যাপক কায়সার আহমেদ ও রেজিস্ট্রার মো. সিদ্দিকুর রহমান।
তারা লিখিত আবেদনে বলেন, আমরা ভবিষ্যতে আরও সতর্ক থাকব পরবর্তীতে এমন ভুল আর হবে না।
এর আগে ১৯ সেপ্টেম্বর ওই ঘটনায় মাদরাসা বোর্ডের চেয়ারম্যান ও রেজিস্ট্রারকে তলব করেছিলেন হাইকোর্ট।
হাইকোর্টের বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি মোস্তাফিজুর রহমানের বেঞ্চ এই আদেশ দিয়েছিলেন।
তারই ধারাবাহিতায় তারা সশরীরে আদালতে হাজির হন।
আদালতে ওই দিন রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী মো. হুমায়ুন কবির। আর রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিপুল বাগমার।
হুমায়ূন কবির জাগো নিউজকে বলেছিলেন, জাতীয় শোক দিবসের দিনে প্রজ্ঞাপন জারি করায় মাদরাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান এবং রেজিস্ট্রারকে তলব করেন হাইকোর্ট। ২৯ সেপ্টেম্বর তাদের হাইকোর্টে উপস্থিত হয়ে এ বিষয়ে ব্যাখ্যা দিতে বলা হয়।
গত ১৫ আগস্ট মাদরাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের পক্ষে রেজিস্ট্রারের স্বাক্ষরে বগুড়ার শাজাহানপুর উপজেলার গোহাইল শালিখা দাখিল মাদরাসার সভাপতি মনোনয়নসহ চার সদস্যের অ্যাডহক কমিটির অনুমোদন দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়। জাতীয় শোক দিবসে প্রজ্ঞাপন জারি করে কমিটির অনুমোদন দেওয়ায় সেই মাদরাসার এক শিক্ষার্থীর অভিভাবক ওমর ফারুক ওই প্রজ্ঞাপন জারির বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন।
এফএইচ/জেডএইচ/জেআইএম