বুধবার, ২৯ সেপ্টেম্বর, ২০২১

৩৩ বছরেই আম্পায়ারিংয়ে টাইগার পেসার সাজেদুল

 

আগামী জুলাইয়ে বয়সের কাঁটা ৪০ ছুয়ে ফেলবে ইংল্যান্ডের পেসার জেমস অ্যান্ডারসনের। চল্লিশ পেরুনোর পর এখনও খেলছেন ওয়েস্ট ইন্ডিজের ক্রিস গেইল। বাংলাদেশ টি-টোয়েন্টি দলের অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদের বয়স ৩৫ পেরিয়েছে গত ফেব্রুয়ারিতে।

অথচ ৩৩ বছর বয়সেই কি না খেলা ছেড়ে আম্পায়ারিং শুরু করে দিলেন বাংলাদেশ দলের সাবেক বাঁহাতি পেসার সাজেদুল ইসলাম। রংপুরের এ পেসার বাংলাদেশের হয়ে খেলেছেন ৩ টেস্ট ও ১ টি-টোয়েন্টি ম্যাচ।

আজ (মঙ্গলবার) হলো তার আম্পায়ারিং অভিষেক। সাভারের বিকেএসপিতে চলমান শেখ কামাল অনূর্ধ্ব-১৮ জাতীয় ক্রিকেট টুর্নামেন্টে সিলেট ও বরিশালের মধ্যকার ম্যাচ দিয়ে প্রথমবারের মতো ম্যাচ পরিচালনার দায়িত্ব শুরু করলেন সাজেদুল।

bd1

সাবেক বাঁহাতি স্পিনার এনামুল হক মনির পর বাংলাদেশের দ্বিতীয় টেস্ট খেলোয়াড় হিসেবে আম্পায়ারিংয়ে ক্যারিয়ার শুরু করলেন সাজেদুল।

২০০৮ সালে নিউজিল্যান্ড সফরে টেস্ট অভিষেক হয় তার। পরে ২০১৩ সালে খেলেন ক্যারিয়ারের শেষ টেস্ট। তিন ম্যাচে তার শিকার ৩ উইকেট। ২০১৩ সালেই খেলা একমাত্র টি-টোয়েন্টি ম্যাচে কোনো উইকেট পাননি তিনি।

প্রথম শ্রেণির ক্রিকেটে সবমিলিয়ে ৯৯ ম্যাচ খেলে ২৪১ উইকেট রয়েছে তার ঝুলিতে। লিস্ট এ'তে ৫৫ ম্যাচে নিয়েছেন ৬৭ উইকেট আর কুড়ি ওভারের ক্রিকেটে তার শিকার ৭টি।

এসএএস/এমএস



Advertiser