মাছের রাজা ইলিশ, তবে মাছের দেশে রুই-কাতলও কম যায় না। দামে কিংবা চাহিদায় ইলিশ উচ্চ শ্রেণিভুক্ত হলেও হরহামেশাই নিজেদের অস্তিত্ব ও আধিপত্যের জানান দেয় রুই-কাতলারাও। এবার তেমনই এক কাতল মাছ বাঁধা পড়লো পদ্মা নদীর জেলের জালে। মানিকগঞ্জের হরিরামপুর এলাকার পদ্মা নদীতে সালাম নামে এক জেলের জালে ধরা পড়েছে সাড়ে ১৪ কেজি ওজনের বিশালাকৃতির এক কাতল। মাছটি বিক্রি হয়েছে ২০ হাজার ৩০০ টাকায়।
বুধবার (০১ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে দৌলতদিয়া ঘাটের মাছ ব্যবসায়ী সম্রাট শাজাহান শেখ মাছটি ১ হাজার ৪০০ টাকা কেজি দরে মোট ২০ হাজার ৩০০ টাকায় কিনে নেন।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সকালে মানিকগঞ্জের হরিরামপুরের পদ্মায় সালামসহ কয়েকজন জেলে পদ্মায় জাল ফেলেন। কিছুক্ষণ পরই তাদের জালে ধরা পরে বিরাট এক কাতল। পড়ে মাছটি বিক্রির জন্য দৌলতদিয়া ঘাটে এনে ওজন করা হয়। তখন ঘাটের মাছ ব্যবসায়ী সম্রাট শাজাহান শেখ সাড়ে ১৪ কেজি ওজনের মাছটি কিনে নেন। বিশাল এ মাছটি দেখতে ঘাটে ভিড় করেন স্থানীয়রা।
মাছ ব্যবসায়ী সম্রাট শাজাহান শেখ জাগো নিউজকে জানান, নদীতে পানি বাড়ার সময় বড় মাছ একটু কম ধরা পড়ে। তবে এখন মাঝেমধ্যেই বিভিন্ন প্রজাতির বড় বড় মাছ ধরা পড়ছে। এসব মাছ জেলেরা দৌলতদিয়া ঘাটসহ বিভিন্নস্থানে বিক্রি করে থাকেন। তবে দৌলতদিয়া ঘাট এলাকার মাছের আড়তদার বা ব্যবসায়ীরাই এসব মাছ বেশি কিনেন। পড়ে তারা দেশের বিভিন্নস্থানে যোগাযোগ করে সামান্য লাভে বড় বড় ব্যবসায়ী বা শিল্পপতিদের মাছগুলো কাছে বিক্রি করেন।
তিনি বলেন, ‘আজ ১ হাজার ৪০০ টাকা কেজি দরে সাড়ে ১৪ কেজি ওজনের একটি কাতল কিনলাম। এখন বিভিন্নস্থানে যোগাযোগ করছি মাছটি বিক্রির জন্য।’
রুবেলুর রহমান/এমকেআর/জেআইএম