বুধবার, ১ সেপ্টেম্বর, ২০২১

ট্রাকে পিকআপের ধাক্কা, প্রাণ গেলো হেলপারের

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় ট্রাকের পেছনে পিকআপভ্যানের ধাক্কায় পিকআপটির হেলপার নিহত হয়েছেন। নিহতের নাম মনিরুল ইসলাম (৪০)।

বুধবার (০১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে আলমডাঙ্গা উপজেলার কুলপালা গ্রামের বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মনিরুল ইসলাম মেহেরপুর সদর উপজেলার পিরোজপুর গ্রামের কপিল উদ্দিনের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জগো নিউজকে জানান, সকালে একটি বালুবোঝাই ট্রাক মেহেরপুরের দিকে যাওয়ার পথে কুলপালা গ্রামের বাজার এলাকায় পৌঁছালে মেহেরপুরগামী একটি পিকআপভ্যান (ঢাকা মেট্রো ন-১৫-৬৫০৪) নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটির পেছনে ধাক্কা দেয়। এতে পিকআপভ্যানের হেলপার মনিরুল ঘটনাস্থলেই মারা যান। এসময় পিকআপভ্যান চালক পালিয়ে যান। দুর্ঘটনার সময় পিকআপের চালক ঝিমোচ্ছিলেন বলে অভিযোগ স্থানীয়দের।

এ বিষয়ে আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর কবীর জাগো নিউজকে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে নিহত ব্যক্তির মরদেহের সুরতহাল রিপোর্ট তৈরি করেছে পুলিশ। কোনো অভিযোগ না থাকায় মরদেহ ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

সালাউদ্দীন কাজল/এমকেআর/এমকেএইচ



Advertiser