বুধবার, ১ সেপ্টেম্বর, ২০২১

রাজধানীতে ট্রেনের ধাক্কায় যুবক নিহত

রাজধানীর খিলগাঁও বাগিচা এলাকায় খিদমাহ হাসপাতালের পাশে ট্রেনের ধাক্কায় শিহাব (২৪) নামে এক যুবক নিহত হয়েছেন। বুধবার (১ সেপ্টেম্বর) ভোরের দিকে এই দুর্ঘটনা ঘটে।

গুরুতর আহত অবস্থায় ওই যুবককে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক সকাল সাড়ে সাতটার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি রেলওয়ে থানাকে জানানো হয়েছে।

পুলিশের এই কর্মকর্তা জানান, নিহত শিহাবের বাড়ি জামালপুর জেলার মাদারগঞ্জ থানার পলিশা গ্রামে। বর্তমানে তিনি খিলগাঁও বাগিচা এলাকায় থাকতেন। পেশায় বাবুর্চি ছিলেন।

এমআরআর/এমকেএইচ



Advertiser